শিরোনাম
◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ নির্বাচনী প্রচারের প্রথম দিনেই চার জেলায় হামলা সংঘর্ষ, আহত ২০ (ভিডিও) ◈ বেনাপোলের ভোলা ঢাকায় পিস্তল গুলিসহ গ্রেফতার ◈ ডোনাল্ড ট্রাম্প ব্রিকসকে হুম‌কি ম‌নে কর‌ছেন ◈ কেউ কা‌রো দোষারোপ, করবে না, অথচ বিএনপি-জামায়াত প্রচারণা শুরু করলো একে অপ‌রের সমা‌লোচনা ক‌রে ◈ নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর পর দেশের কঠিন কাজ করছেন ভারতীয় ক্রিকেট দ‌লের কোচ গৌতম গম্ভীর : শশী থারুর 

‌স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের দায়িত্বকে ‘প্রধানমন্ত্রীর পর দেশের সবচেয়ে কঠিন কাজ’ বলে আখ্যা দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

গত বুধবার (২১ জানুয়া‌রি) নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে নতুন ভিসিএ স্টেডিয়ামে গম্ভীরের সঙ্গে সাক্ষাতের পর এমন মন্তব্য করেন তিনি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বৈঠকের একটি ছবি পোস্ট করে থারুর গম্ভীরকে তাঁর ‘পুরনো বন্ধু’ বলে উল্লেখ করেন। তিনি লেখেন, ‘নাগপুরে আমার পুরনো বন্ধু গৌতম গম্ভীরের সঙ্গে খোলামেলা ও আন্তরিক আলোচনা দারুণ উপভোগ করেছি। প্রধানমন্ত্রীর পর ভারতে সম্ভবত সবচেয়ে কঠিন কাজটি তাঁরই!

থারুর গম্ভীরের উপর থাকা প্রবল চাপ ও প্রতিদিনের জনসমালোচনার কথাও তুলে ধরেন। তাঁর কথায়, ‘প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে, তবু তিনি শান্ত থাকেন এবং নির্ভীকভাবে এগিয়ে চলেন।--- আজকাল

গম্ভীরের নেতৃত্বগুণেরও প্রশংসা করেন বর্ষীয়ান সাংসদ। তিনি বলেন, গম্ভীরের নেতৃত্ব নীরব হলেও দৃঢ় ও কার্যকর। পাশাপাশি ভারতের আসন্ন সাদা বলের মরশুমের জন্য তাঁকে শুভেচ্ছাও জানান থারুর।

পোস্টে তিনি যোগ করেন, ‘তাঁর নীরব দৃঢ়তা ও দক্ষ নেতৃত্বের জন্য একরাশ প্রশংসা। সাফল্য কামনা করি।’ থারুরের এই পোস্টের জবাবে গৌতম গম্ভীরও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘অনেক ধন্যবাদ। সময়ের সঙ্গে সঙ্গে কোচের তথাকথিত ‘অসীম ক্ষমতা’ নিয়ে সত্য ও যুক্তি স্পষ্ট হবে। ততদিন পর্যন্ত, নিজের দলের সেরাদের বিরুদ্ধেই আমাকে দাঁড় করানো হচ্ছে দেখে আমি মজা পাচ্ছি!

  • সর্বশেষ
  • জনপ্রিয়