আজিজুল হক, বেনাপোল (যশোর): বেনাপোলের ছেলে সোহাগ নামে এক ব্যক্তির কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ২১ রাউন্ড গুলিসহ ঢাকায় গ্রেফতার হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। লালবাগ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার ঘটনার বিস্তারিত সাংবাদিকদের জানান।
গ্রেফতার আজগর আলী ওরফে ভোলার বাড়ি যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকায়। উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: মোস্তফা সরকার জানান, আমাদের লালবাগ ডিভিশনের একটি টিম বিশেষ অভিযানের জন্য চানখারপুর এলাকার অবস্থান করে। ওই সময় আমরা জানতে পারি সোহাগ পরিবহনের বাসে করে একজন অস্ত্র ব্যবসায়ী ঢাকার উদ্দেশ্য আসছে। পরে দুপুর শ্যামপুর পশ্চিম ধোলাইপাড় এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কের বনফুল মিষ্টির দোকানের সামনে অবস্থান নেয় ডিবি লালবাগ টিম।
পরে দুপুরে বেনাপোল থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাসকে থামার জন্য সংকেত দেওয়া হয়। পরে বাসের সুপারভাইজার হেলপারের সামনে তাদের দেহ তল্লাশি করে তার কোমরের একপাশে একটি বিদেশি পিস্তল সিলভার কালারের এবং কালো স্কচ টেপে মোড়ানো দুইটি সিলভার কালারের ম্যাগাজিন উদ্ধার করা হয়। তার কোমরের অপর পাশে কালো রঙের পিস্তল এবং প্লাস্টিকের স্কচ টেপে মোড়ানো দুটি কালো রংয়ের ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়া তার প্যান্টের পকেট থেকে ২১টি গুলি উদ্ধার করা হয়।
পুলিশের ডিসি আরো,জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজগর আলী জানিয়েছেন তার বাড়ি যশোর জেলার বেনাপোল থানা এলাকায়। এর আগে ২০২১ সালে তার বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও থানায় একটি অস্ত্র মামলা রয়েছে।
এছাড়া ২০২৪ সালে সাভার থানায় বিপুল পরিমান ফেনসিডিলসহ গ্রেফতার হন তিনি। তবে তিনি এই অস্ত্র কোথা থেকে কিনল এবং কার কাছে ঢাকায় বিক্রি করত সেই বিষয়টি জানার চেষ্টা চলছে।