শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০১:১৪ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

সুন্দর হজ ব্যবস্থাপনায় সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : ধর্ম উপদেষ্টা

মনজুর এ আজিজ: এবারের হজ ব্যবস্থাপনা সুন্দর ও নির্বিঘ্ন করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার। পাশাপাশি হজ এজেন্সিগুলোর সব ধরনের সমস্যা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। তবে এক্ষেত্রে হজ এজেন্সিগুলোর সহায়তা কামনা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, হজ ব্যবস্থাপনার কার্যক্রমে কোনো সঙ্কট যাতে সৃস্টি না হয়, সেজন্য মন্ত্রণালয় ও এজন্সীগুলো একসাথে এক পরিবারভুক্ত হয়ে কাজ করতে হবে। বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে হাব আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে এবং মহাসচিব ফরিদ আহমদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ড. আব্দুল্লাহ মো. তাহের, ধর্ম  সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম, বিজিএমইএর সাবেক সভাপতি ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন, আটাব সভাপতি আবদুস সালাম আরেফ, হাবের সাবেক সভাপতি মো. ইব্রাহিম বাহার, সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদ, সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া, সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ সম্রাট, বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী, আটাবের সাবেক মহাসচিব আসলাম খান, টোয়াব সভাপতি রাফিউজ্জামন প্রমুখ। 

ধর্ম উপদেষ্টা বলেন, সউদী সরকার ১৫ বছরের নীচের শিশুদের নিরাপত্তার স্বার্থে হজে গমন নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে এ ক্ষেত্রে রিপ্লেসমেন্ট করার সুযোগ দেয়া হবে। যাতে পরিবারের কেউ ক্ষতিগ্রস্থ না হন। 

হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বলেন, সউদী সরকার ওমরাহ ভিসা বন্ধ করে দেয়ায় হাজার হাজার এজেন্সী মালিক বিমানের টিকিট কিনেও হজযাত্রীদের জন্য বাড়ী ভাড়া করতে সৌদি আরবে যেতে পারছেন না। এতে হজ এজেন্সিগুলো বিপদে পড়েছে। তাই বাড়ী ভাড়ার সময় বৃদ্ধির পাশাপাশি হজ এজেন্সির মালিক প্রতিনিধিদের দ্রুত ভিসার ব্যবস্থা করতে হবে। তাহলে সরকারের আশানুয়ায়ী এবারের হজ ব্যবস্থাপনা সুন্দর হবে। 
এ বিষয়ে শিগগিরই বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করা হবে বলে জানান,  ধর্ম  সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক। 

সভাপতির বক্তব্যে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার হজযাত্রীপ্রতি ১৬০ রিয়্যাল করে এজন্সীগুলোর যে পাওনা আছে তা পরিশোধ করে দেওয়ার আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়