শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০২:০৭ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৫:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের প্রথম মহিলা রাফায়েল পাইলট শিবাঙ্গী

ইমরুল শাহেদ: বারাণসীর মেয়ে শিবাঙ্গী ‘খুব সহজেই’ যুদ্ধবিমান উড়িয়েছেন লাদাখের উপদ্রুত এলাকায়। এই অঞ্চলে চীন-ভারতের প্রবল উত্তেজনার মধ্যেই ভারতের প্রথম এবং একমাত্র মহিলা রাফায়েল যুদ্ধবিমান চালক, ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং লাদাখে বিমান উড়িয়ে প্রশংসা কুড়িয়ে নিলেন সারা দেশের। বললেন, ‘খুব সহজেই মিশন সম্পন্ন করেছি আমি। কোনও সমস্যা হয়নি।’ দি ওয়াল

গত মাসেই ভারতের জন্য এক বিশেষ গর্বের মুহূর্ত তৈরি করেছিলেন শিবাঙ্গী। ভারতের প্রথম রাফায়েল চালক তথা বিমান বাহিনীর দক্ষ পাইলট লেফটেন্যান্ট শিবাঙ্গী ফ্রান্সে গিয়ে উড়িয়েছেন রাফায়েল। ফরাসি বিমান বাহিনীর  মহড়া ‘ওরিয়ন’-এ নেতৃত্ব দিয়েছেন তিনি। এজন্য ভারতে তাকে ‘গোল্ডেন গার্ল’ বলা হয়। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ পাইলটদের মাঝে নিজের দেশের প্রতিনিধিত্ব করেছি, দুরন্ত অভিজ্ঞতা।

এই প্রথম ভারতীয় বিমান বাহিনী দেশের কোনও ফাইটার জেটের পাইলটকে আন্তর্জাতিক মহড়ায় পাঠিয়েছিল। তাও আবার মহিলা চালক। এর আগে অবশ্য স্কোয়াড্রন লিডার অবনী চতুর্বেদী জাপানে আয়োজিত ‘ধর্মা গার্ডিয়ান’ মহড়ায় অংশ নিয়েছিলেন।

শিবাঙ্গী ফ্রান্স থেকে ফিরে আরও বলেন, ‘বিমান চালানো হয়তো খুব আলাদা কিছু নয়, টেকনিক কম-বেশি একই। কিন্তু যেটা শেখার বিষয়, ওরা ওদের দেশে কোন পরিবেশে বিমান ওড়াচ্ছে, আর এখানে আমি কোন পরিবেশে ওড়াচ্ছি। অন্য দেশের মহিলা পাইলটদেরও মুখোমুখি হলাম, অনেক কিছু শিখলাম।’

শিবাঙ্গী মিগ-২১ বাইসন জেট ওড়াতে দক্ষ। বিমান বাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের সঙ্গে একই এয়ারবেসে প্রশিক্ষণ নিয়েছেন। দক্ষ, সাহসী অফিসার অভিনন্দনের সঙ্গে মিগ ফাইটার জেট ওড়ানোর অভিজ্ঞতাও রয়েছে। আকাশে দীর্ঘক্ষণ যুদ্ধবিমান নিয়ে চক্কর কাটতে পারেন বিমান বাহিনীর এই দক্ষ পাইলট। ফরাসি রাফায়েল ফাইটার জেটের তিনিই প্রথম মহিলা পাইলট।

শিবাঙ্গী বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে স্নাতক করেন। ক্যাডেট কোর (এনসিসি)-এর ৭ নম্বর ইউপি এয়ার স্কোয়াড্রনে যোগ দিয়েছিলেন। ২০১৬ সালে এয়ার ফোর্স অ্যাকাডেমিতে যোগ দেন। বিমান বাহিনীতে যোগ দেওয়ার পরে মিগ-২১ বাইসন জেটেই প্রশিক্ষণ নেন শিবাঙ্গী। সম্পাদনা: তারিক আল বান্না

আইএস/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়