শিরোনাম
◈ মধ্যরাতে গ্রেফতার ব্যারিস্টার সুমন (ভিডিও) ◈ অক্টোবরেও ঊর্ধ্বমুখী  রেমিট্যান্সের গতি ◈ বাতিল হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প  ◈ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ◈ ‘আমি কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে নিই’: (ভিডিও) ◈ ফিল্মি স্টাইলে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মীকে হত্যা (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নে যা বলেছিলেন সুপ্রিম কোর্ট ◈ রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল (ভিডিও) ◈ শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি অসত্য বলেননি: মানবজমিন সম্পাদক (ভিডিও) ◈ দিল্লি থেকে মীরাটের সেনানিবাসে শেখ হাসিনা?

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০২:০৭ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৫:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের প্রথম মহিলা রাফায়েল পাইলট শিবাঙ্গী

ইমরুল শাহেদ: বারাণসীর মেয়ে শিবাঙ্গী ‘খুব সহজেই’ যুদ্ধবিমান উড়িয়েছেন লাদাখের উপদ্রুত এলাকায়। এই অঞ্চলে চীন-ভারতের প্রবল উত্তেজনার মধ্যেই ভারতের প্রথম এবং একমাত্র মহিলা রাফায়েল যুদ্ধবিমান চালক, ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং লাদাখে বিমান উড়িয়ে প্রশংসা কুড়িয়ে নিলেন সারা দেশের। বললেন, ‘খুব সহজেই মিশন সম্পন্ন করেছি আমি। কোনও সমস্যা হয়নি।’ দি ওয়াল

গত মাসেই ভারতের জন্য এক বিশেষ গর্বের মুহূর্ত তৈরি করেছিলেন শিবাঙ্গী। ভারতের প্রথম রাফায়েল চালক তথা বিমান বাহিনীর দক্ষ পাইলট লেফটেন্যান্ট শিবাঙ্গী ফ্রান্সে গিয়ে উড়িয়েছেন রাফায়েল। ফরাসি বিমান বাহিনীর  মহড়া ‘ওরিয়ন’-এ নেতৃত্ব দিয়েছেন তিনি। এজন্য ভারতে তাকে ‘গোল্ডেন গার্ল’ বলা হয়। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ পাইলটদের মাঝে নিজের দেশের প্রতিনিধিত্ব করেছি, দুরন্ত অভিজ্ঞতা।

এই প্রথম ভারতীয় বিমান বাহিনী দেশের কোনও ফাইটার জেটের পাইলটকে আন্তর্জাতিক মহড়ায় পাঠিয়েছিল। তাও আবার মহিলা চালক। এর আগে অবশ্য স্কোয়াড্রন লিডার অবনী চতুর্বেদী জাপানে আয়োজিত ‘ধর্মা গার্ডিয়ান’ মহড়ায় অংশ নিয়েছিলেন।

শিবাঙ্গী ফ্রান্স থেকে ফিরে আরও বলেন, ‘বিমান চালানো হয়তো খুব আলাদা কিছু নয়, টেকনিক কম-বেশি একই। কিন্তু যেটা শেখার বিষয়, ওরা ওদের দেশে কোন পরিবেশে বিমান ওড়াচ্ছে, আর এখানে আমি কোন পরিবেশে ওড়াচ্ছি। অন্য দেশের মহিলা পাইলটদেরও মুখোমুখি হলাম, অনেক কিছু শিখলাম।’

শিবাঙ্গী মিগ-২১ বাইসন জেট ওড়াতে দক্ষ। বিমান বাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের সঙ্গে একই এয়ারবেসে প্রশিক্ষণ নিয়েছেন। দক্ষ, সাহসী অফিসার অভিনন্দনের সঙ্গে মিগ ফাইটার জেট ওড়ানোর অভিজ্ঞতাও রয়েছে। আকাশে দীর্ঘক্ষণ যুদ্ধবিমান নিয়ে চক্কর কাটতে পারেন বিমান বাহিনীর এই দক্ষ পাইলট। ফরাসি রাফায়েল ফাইটার জেটের তিনিই প্রথম মহিলা পাইলট।

শিবাঙ্গী বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে স্নাতক করেন। ক্যাডেট কোর (এনসিসি)-এর ৭ নম্বর ইউপি এয়ার স্কোয়াড্রনে যোগ দিয়েছিলেন। ২০১৬ সালে এয়ার ফোর্স অ্যাকাডেমিতে যোগ দেন। বিমান বাহিনীতে যোগ দেওয়ার পরে মিগ-২১ বাইসন জেটেই প্রশিক্ষণ নেন শিবাঙ্গী। সম্পাদনা: তারিক আল বান্না

আইএস/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়