শিরোনাম
◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ নির্বাচনী প্রচারের প্রথম দিনেই চার জেলায় হামলা সংঘর্ষ, আহত ২০ (ভিডিও) ◈ বেনাপোলের ভোলা ঢাকায় পিস্তল গুলিসহ গ্রেফতার ◈ ডোনাল্ড ট্রাম্প ব্রিকসকে হুম‌কি ম‌নে কর‌ছেন ◈ কেউ কা‌রো দোষারোপ, করবে না, অথচ বিএনপি-জামায়াত প্রচারণা শুরু করলো একে অপ‌রের সমা‌লোচনা ক‌রে ◈ নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৮:৪১ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাদাখ সীমান্তের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক: জয়শঙ্কর

সাজ্জাদুল ইসলাম: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সীমান্তে ভারত ও চীনের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে। সীমান্তের পরিস্থিতি অত্যন্ত ভঙ্গুর ও বিপজ্জনক হয়ে আছে। শান্তি বৈঠকে সেনা সরানোর কথা বললেও আদতে চীন সেনার সংখ্যা বাড়াচ্ছে। অস্ত্রশস্ত্রও মজুত করছে। ভারতও তাদের শক্তি বৃদ্ধি করছে। উভয় দেশের সেনারা এখন পরস্পরের মুখোমুখি অবস্থান করছে। টিআরটি ওয়ার্ল্ড, ইন্ডিয়া টুডে

গত শুক্রবার ভারতের সেনাপ্রধান মনোজ পাণ্ডে অভিযোগ করেন যে, লাদাখে চীন বার বার নিয়ন্ত্রণরেখায় (এলওসি) স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করেছে। শান্তি চুক্তির পরেও শক্তি বাড়িয়ে চলেছে তারা। তবে চীন সীমান্তে অশান্তি জিইয়ে রাখতে চাইলে ভারতও যে তার উচিৎ জবাব দিতে তৈরি রয়েছে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। 

ইন্ডিয়া টুডে কনক্লেভের মঞ্চ থেকে গত শনিবার চীন ইস্যুতে ভারতের এ অবস্থান স্পষ্ট করেছেন জয়শঙ্কর। চীনকে কড়া সমালোচনা করে তিনি স্মরণ করিয়ে দেন যে, গালওয়ান সংঘর্ষের সময় ভারতও উপযুক্ত জবাব দিয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে যা দরকার, ভবিষ্যতে ভারত তার সবই করবে । সামরিক স্তরে দফায় দফায় বৈঠকের পরেও সীমান্ত সমস্যার সমাধানে এসে পৌঁছতে পারেনি ভারত ও চীন।

২০২০ সালে এপ্রিল মাস নাগাদ পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে একাধিক বার ভারতে প্রবেশের চেষ্টা করেছে চীনের সেনারা। সেই সময় উভয় পক্ষে ২৪ সেনা নিহত হয়। এরমধ্যে ২০ জনই ছিল ভারতীয় সেনা। সেসময় চীনের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতির সুরাহা করেছিল চীন ও ভারত। সম্পাদনা: রাশিদ 

এসআই/আরআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়