সাজ্জাদুল ইসলাম: তুরস্কের হাতয় প্রদেশে সোমবারের ভূমিকম্পের হৃদয় কাঁপানো ভয়াবহ ধ্বংসলীলার চিত্র ধরা পড়েছে। বিবিসি
ড্রোন ফুটেজের মর্মান্তিক দৃশ্যগুলো ধারণ করা হয়েছে সিরিয়া সীমান্ত সংলগ্ন হাতয় প্রদেশে থেকে। সেখানে বহু ভবন পুরোপুরি ভেঙ্গে পড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। আকাশ থেকে নিথর-নিস্তব্ধ এলাকার ধারণ করা চিত্রে ধ্বংসস্তুপের কোন কোন জায়গা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।
তুরস্ক সিরিয়ার ভূমিকম্পে প্রায় আট হাজার মানুষ নিহত হয়েছে। এর মধ্যে হাতয় প্রদেশে প্রাণ হারিয়েছে ৮৭২ জন। সম্পাদনা : রাশিদ