শিরোনাম
◈ পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি ◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৭:৩৭ বিকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ প্রসঙ্গে জাতিসংঘ

মুক্তভাবে সংবাদ ওয়েবসাইট পরিচালনার সুযোগ নিশ্চিত করতে হবে

স্টিফেন দুজারিক

মিহিমা আফরোজ: বাংলাদেশে সাংবাদিকদের মুক্তভাবে ওয়েবসাইট পরিচালনার সুযোগ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গত সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফ্রিংয়ে এ প্রসঙ্গে মন্তব্য করেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে অন্য দেশকে আমরা যে আহবান জানাই, বাংলাদেশকেও একই আহবান জানাচ্ছি। হিউম্যান রাইটস্

সম্প্রতি বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলসহ লিংক বন্ধে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। বিভ্রান্তি ছড়ায় এমন কার্যক্রম পরিচালনা করায় এবং সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিশে সংবাদমাধ্যগুলোকে এ চিঠি দেয়া হয়েছে।

বর্তমানে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছে। বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে না। কোন বিষয়ে সম্প্রচার করতে হলে তাদেরকে নানারকম বাধার সম্মুখীন হতে হয়। যার কারণে সংবাদমাধ্যমগুলো বর্তমান পরিস্থিতে একমুখী মাধ্যমে পরিণত হচ্ছে। এমন অবস্থার কারণেই বাংলাদেশকে এ আহ্বান জানিয়েছে জাতিসংঘ। 

বাংলাদেশের উদ্দেশ্যে জাতিসংঘ বলেছে, সংবাদমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে হবে। পাশাপাশি সাংবাদিকদের বাধাহীন এবং মুক্তভাবে নিউজ ওয়েবসাইট পরিচালনা করার সুযোগ নিশ্চিত করতে হবে। জাতিসংঘ দেখতে চায়, এ নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ কতটুকু ইতিবাচক পদক্ষেপ গ্রহন করেছে।  

এমএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়