শিরোনাম
◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৪:৩৪ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারের ৮০ শরণার্থী গ্রেপ্তার ভারতের মণিপুরে

শরণার্থী গ্রেপ্তার

ইমরুল শাহেদ: প্রায় এক বছর আগে জান্তা বাহিনীর হামলায় মিয়ানমারের সাগাইং অঞ্চল থেকে ভারতে আশ্রয় নেওয়া ৮০ জন শরণার্থীকে শুক্রবার মণিপুর রাজ্যের মোরেতে গ্রেপ্তার করেছে ইন্ডিয়ান পুলিশ কমান্ডো। এই ৮০ শরণার্থীর মধ্যে ৭১ জন বয়স্ক এবং নয়জন কিশোর-কিশোরী। ইরাবতি

শরণার্থীরা মরেহ পুলিশ স্টেশন থেকে সাত কিলোমিটার দূরে লেহাং চান নামে একটি গ্রামে আশ্রয় নেয়। তামুর একজন বাসিন্দা জানিয়েছেন, তাদেরকে শুক্রবার সকালে গ্রেপ্তার করে রাজধানী ইম্পলে নিয়ে যাওয়া হয়। 

বয়স্কদের রাখা হয়েছে কারাগারে এবং কিশোর-কিশোরীদের পাঠানো হয়েছে সংশোধনাগারে। স্থানীয় ইম্পল ফ্রি প্রেস বলেছে, পুলিশ তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগ এনেছে। 

তামুর আরেকজন বাসিন্দা জানিয়েছে, তারা আটক শরণার্থীদের সঙ্গে যোগাযোগ  করতে পারেননি। তবে বিষয়টা তারা সহায়তা চেয়ে ঐক্য সরকারকে অবহিত করেছেন। তা স্পষ্ট হওয়া যায়নি, এখন কেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারাতো সেখানে গত এক বছর থেকেই ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে। গ্রাম প্রধান এবং লহাং চান গ্রামের একজন বাসিন্দার মধ্যে জমি নিয়ে বিবাদ রয়েছে। 

তামুর বাসিন্দা বলেছেন, ‘প্রত্যেক দেশেই শরণার্থী আছে। আমাদের দেশ থেকে বাস্তুচ্যুত হয়ে আশ্রিত শরণার্থীদের প্রতি করুণা দেখানো উচিত ছিল ভারতের। তারা সীমান্ত অতিক্রম করেছে শুধু আশ্রয়ের জন্য। যেহেতু মিয়ানমারে যুদ্ধ চলছে। আমি ভারতকে অনুরোধ করবো তারা আমাদের দেশের লোকদের প্রতি যেন দয়া পরবশ হন।’

আইএস/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়