শিরোনাম
◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৭:২৪ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুদণ্ডই মিয়ানমারের কাছে বিরোধীদের দমনের হাতিয়ার: জাতিসংঘ

ইমরুল শাহেদ: জাতিসংঘের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত মিয়ানমারের সামরিক সরকার বিরোধীদের দমনের জন্য ১৩০ জনের মৃত্যুদণ্ড দিয়েছে। আল-জাজিরা

জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক শুক্রবার বলেছেন, বুধবার সাতজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গোপনে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। পরদিন বৃহস্পতিবার আরো চারজন রাজনৈতিক কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে। 

তুর্ক সমস্ত মৃত্যুদণ্ড স্থগিত করার এবং মিয়ানমারের সামরিক শাসকদের মৃত্যুদণ্ডের ব্যবহারে স্থগিতাদেশ দেওয়ার আহ্বান জানিয়েছে। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘বিচার কাজের মূল ভিত্তি নিরপেক্ষতার পথ পরিহার করে সামরিক শাসকরা গোপন আদালতে বিচার করছেন। এখানে নিরপেক্ষতা বলে যেমন কিছু নেই, তেমনি সুবিচারের নিশ্চয়তাও নেই।’

জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, সামরিক বাহিনী আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার প্রতি ঘৃণাও দেখিয়েছে ‘বিরোধীদের দমন করার রাজনৈতিক হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ড ব্যবহার করে’।

ইয়ানগুনের ড্রাগন বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন বৃহস্পতিবার বলেছে, ১৮ থেকে ২৪ বছর বয়সী সাতজন শিক্ষার্থীকে ইয়ানগুনের ইনসেইন কারাগারের একটি আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। তাদেরকে গত ২১ এপ্রিল গ্রেপ্তার করা হয়।
 
ড্রাগন বিশ্ববিদ্যালয় ষ্টুডেন্টস ইউনিয়নের একজন নির্বাহী সদস্য বার্তা সংস্থা এপিকে বলেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা ইয়ানগুনের জান্তা বিরোধী একটি সশস্ত্র বিপ্লবী গ্রুপের সঙ্গে সম্পৃক্ত। তারা গত এপ্রিলে একটি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে হত্যার গুলি করে হত্যার সঙ্গে যুক্ত। 

সামরিক সরকারের বিপরীতে গঠিত বেসামরিক সরকারের প্রধান দুওয়া লাসি লা বলেছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর থেকে এ পর্যন্ত দুই হাজার বেসামরিক লোককে মৃত্যুদণ্ড দিয়েছে।

আইএস/এনএইচ      

  • সর্বশেষ
  • জনপ্রিয়