শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ১২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত মহাসাগর নিয়ে ১৯ দেশের বৈঠকে চীন, নেই ভারত

মিহিমা আফরোজ: চীনের ইউনান প্রদেশের কানমিং শহরে ভারত মহাসাগর নিয়ে ১৯ টি দেশের সাঙ্গে বৈঠক করেছে চীন। কিন্তু ১৯ টি দেশের তালিকায় নেই ভারত। ভারত মহাসাগর সংক্রান্ত বৈঠকে ভারত না থাকায় সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের। এনডিটিভি

ভারত মহাসাগর সংক্রান্ত বৈঠকটির আয়োজন করা হয়েছিল  গত ২১ নভেম্বর। কিন্তু এই বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানানো হয়নি। বৈঠকে আমন্ত্রিতদের তালিকায় ছিল পাকিস্তান, মিয়ানমার, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ,আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল, ইরান, ওমান, দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক, কেনিয়া, তানজানিয়া, সিসিল, মরিসাস, মাদাগাস্কার, জিবুতি ও অস্ট্রেলিয়া। 

এই বৈঠকের আয়োজন সংগঠনের প্রধান ছিলেন চীনের রাষ্ট্রদূত লুই জাওহুই। চলতি বছরের শুরুতে ভারত মহাসাগরের দ্বীপগুলোর উন্নয়নের জন্য একটি সংগঠন তৈরির প্রস্তাব দিয়েছিল বেইজিং। ২১ নভেম্বরের বৈঠকও সেই প্রস্তাবের অংশ কিনা সেটিও এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ বৈঠকের সঙ্গে ওই প্রস্তাবের কোন সম্পর্ক নেই।

ভারত মহাসাগরের পাশ্ববর্তী দেশগুলোর যেকোন বিপর্যয় মোকাবিলার জন্য চীনের পক্ষ থেকে সংগঠন তৈরির প্রস্তাব দিয়ছে চীন। প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। কিন্তু বিশ্লেষকদের দাবি, অর্থের লোভ দেখিয়ে ভারত মহাসাগরের দেশগুলোকে নিজের আয়ত্বের মধ্যে নিতে চায় চীন। ভারতকে চাপে রাখার জন্য চীন এই কৌশল অবলম্বন করছে। সম্পাদনা: খালিদ আহমেদ

এমএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়