শিরোনাম
◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৬:২০ বিকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ লেনের ফ্লাইওভার হঠাৎ ২ লেন, সঙ্গে বাংলাদেশি শনাক্তে এআই টুলের ঘোষণা দিয়ে তোপের মুখে মহারাষ্ট্র সরকার

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই সংলগ্ন মিরা-ভায়ান্দার এলাকায় নির্মিত একটি নতুন ফ্লাইওভারের নকশা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরস ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, সুপরিসর চার লেনের এই ফ্লাইওভারটি মাঝপথে গিয়ে হঠাৎ করেই সংকুচিত হয়ে দুই লেনে পরিণত হয়েছে। প্রকৌশলবিদ্যার এমন ‘অদ্ভুত’ নিদর্শন দেখে নেটিজেনরা একে বিদ্রূপ করে ‘ইঞ্জিনিয়ারিং মার্ভেল’ বা বিস্ময়কর সৃষ্টি বলে আখ্যা দিচ্ছেন।

এর আগে, বাংলাদেশি অনুপ্রবেশকারী শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল তৈরির ঘোষণা দিয়ে কটাক্ষের শিকার হয় মহারাষ্ট্রের হিন্দুত্ববাদী বিজেপি সরকার। অন্যদিকে, এই আকস্মিক সরু পথ বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক নেতারা। উপহাসের ঝড় বইছে নেট দুনিয়ায়।

ভারতীয় কংগ্রেস প্রকল্পটির একটি এরিয়াল ভিউ (আকাশ থেকে তোলা দৃশ্য) শেয়ার করে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সরকারকে কটাক্ষ করে একে ‘মহারাষ্ট্রের ইঞ্জিনিয়ারিং মিরাকল’ বা প্রকৌশলগত অলৌকিক ঘটনা বলে অভিহিত করেছে। দলটি এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘‘একটি চার লেনের ব্রিজ হঠাৎ দুই লেনের ব্রিজে পরিণত হয়েছে।’’

ফ্লাইওভারটির নির্মাতা প্রতিষ্ঠান মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (এমএমআরডিএ) এক বিবৃতিতে জানিয়েছে, এটি কোনো ভুল নয় বরং সুপরিকল্পিত নকশা। তাদের দাবি, রাস্তার পাশের জায়গার সীমাবদ্ধতা এবং ভবিষ্যতে সম্প্রসারণের কথা মাথায় রেখেই এমনটা করা হয়েছে।

এমএমআরডিএ জানায়, ‘‘বর্তমানে ভায়ান্দার ইস্ট-গামী অংশের কাজ শেষ হওয়ায় চার লেনের রাস্তাটি দুই লেনে মিশেছে। ভবিষ্যতে যখন ভায়ান্দার ওয়েস্ট-গামী অংশের কাজ সম্পন্ন হবে, তখন এটি পূর্ণাঙ্গ রূপ পাবে। এছাড়া দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা যেমন রাম্বল স্ট্রিপস, সাইনেজ ও দিকনির্দেশক বোর্ড স্থাপন করা হয়েছে।’’

এই ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের রাজনীতিতেও উত্তাপ ছড়িয়েছে। কংগ্রেস দল দাবি করেছে যে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে (মহারাষ্ট্র বা মধ্যপ্রদেশ) এ ধরনের ‘মারাত্মক অলৌকিক ঘটনা’ সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দলটি টুইট করে জানিয়েছে, ‘‘জনগণ কষ্টে থাকুক বা দুর্ঘটনায় প্রাণ হারাক, সরকারের তাতে কিছু যায় আসে না—জবাবদিহিতার লেশমাত্র নেই।’’

শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরেও কড়া সমালোচনা করে বলেন, “এই অবিশ্বাস্য নকশা অন্য দেশকে শেখানোর জন্য আগামী বছর হয়তো নতুন কোনো সমঝোতা স্মারক স্বাক্ষর হবে! চার লেনের রাস্তা হঠাৎ দুই লেন হয়ে যাওয়া কি স্রেফ বোকামি নাকি দুর্নীতির ফসল?”

কয়েকদিন আগে অদ্ভুত অবকাঠামো নিয়ে বিতর্কে জড়ানো দেবেন্দ্র ফড়নবিস সম্প্রতি এনডিটিভির এক অনুষ্ঠানে জানান, মহারাষ্ট্রে বিশেষ করে মুম্বাইয়ে বসবাসরত অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের শনাক্ত করতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল তৈরি করছে সরকার।

ফড়নবিস বলেছিলেন, ‘‘ভুয়া কাগজপত্র ব্যবহার করে সরকারি সুবিধা নেওয়া বাংলাদেশি অভিবাসীদের মুম্বাই থেকে রেকর্ড সংখ্যায় ফেরত পাঠানো হয়েছে। এখন এআই প্রযুক্তির মাধ্যমে তাদের ভুয়া নথিপত্র এবং অবস্থান শনাক্ত করা আরও সহজ হবে।’’ মুম্বাইয়ে বসবাসরত কিছু অভিবাসীর ভুয়া ভোটার কার্ড ও আধার কার্ড ব্যবহারের প্রতিবেদনের প্রেক্ষিতে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলছেন, দ্রুত গতিতে আসা গাড়িগুলো যখন হঠাৎ সংকীর্ণ পথে প্রবেশ করবে, তখন সেখানে ভয়াবহ যানজট ও সংঘর্ষের ঝুঁকি বাড়বে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি আধুনিক ফ্লাইওভারের প্রবেশ এবং নির্গমন পথ কেন আরও সুশৃঙ্খলভাবে পরিকল্পনা করা হলো না।

এমএমআরডিএ জানিয়েছে, ফ্লাইওভারটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগে ট্রাফিক পুলিশের পরামর্শ অনুযায়ী আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। তবে নকশা নিয়ে এই বিতর্ক এখন মুম্বাই ছাড়িয়ে পুরো ভারতের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘‘ইঞ্জিনিয়ারিংয়ের এমন 'বিস্ময়' আগে দেখেছেন কখনো? মুম্বাইয়ের মিরা-ভায়ান্দারে তৈরি হলো এক অনন্য ফ্লাইওভার, যেখানে ৪ লেনের রাস্তা ম্যাজিকের মতো হঠাৎ ২ লেন হয়ে যায়! একেই কি বলে বিজেপি শাসিত 'মহারাষ্ট্র মিরাকল'? আরেকজন লিখেছেন, ‘‘একদিকে ফ্লাইওভারের এই দশা, অন্যদিকে সরকার ব্যস্ত এআই (AI) দিয়ে বাংলাদেশি খুঁজতে। আগে ব্রিজের নকশাটা ঠিকঠাক করলে সাধারণ মানুষের যাত্রাটা একটু নিরাপদ হতো না?

ভারতীয় একজন রাজনীতিক লিখেছেন, জনগণের ট্যাক্সের টাকায় এ কেমন তামাশা? বিজেপি সরকারের অধীনে মহারাষ্ট্রে এখন 'অসম্ভব' সব কাণ্ড ঘটছে। ৪ লেনের ফ্লাইওভার মাঝপথে গিয়ে হয়ে গেল ২ লেনের সরু গলি। এই নকশা কি স্রেফ বোকামি, নাকি বড় কোনো দুর্নীতির ফসল?

  • সর্বশেষ
  • জনপ্রিয়