মহড়ার আড়ালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড মিসাইল হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইসরায়েল। এ ব্যাপারে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছে।
ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধ বাঁধতে পারে— এমন আশঙ্কার মধ্যেই এক প্রতিবেদনে এ তথ্য জানাল মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।
প্রতিবেদনে বলা হয়, ছয় সপ্তাহ আগেও ইরানের বিপ্লবী গার্ড মিসাইল হামলার মহড়া দিয়েছে। তখনও যুক্তরাষ্ট্রকে ইসরায়েল সতর্ক করেছিল।
ইসরায়েলি এক কর্মকর্তা বলেছেন, “ইরানের হামলার সম্ভাব্যতা ৫০ শতাংশেরও কম। কিন্তু এটি শুধুমাত্র মহড়া এমন কিছু ভেবে কেউ ঝুঁকি নিতে ইচ্ছুক নয়।”
মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান এখনই মিসাইল হামলা চালাবে তারা এমন কোনও ইঙ্গিত পাননি।
কয়েকটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, এ মুহূর্তে ইরান ও ইসরায়েলের মধ্যে ‘ভুল বোঝাবুঝি’ থেকে যুদ্ধ বাধতে পারে। এ ধরনের মহড়াকে দুই পক্ষই হামলার প্রস্তুতি হিসেবে ধরে নিয়ে হামলা চালাতে পারে। যেখান থেকে যুদ্ধের সূত্রপাত হতে পারে।
দখলদার ইসরায়েলের সঙ্গে গত জুন মাসে ইরানের ১২ দিন যুদ্ধ হয়। এই যুদ্ধের পর ইরানের মিসাইলের সংখ্যা ৫০ শতাংশ হ্রাস পেয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের। এছাড়া তেহরানের কাছে আর মাত্র ২০০টি লঞ্চার আছে বলেও বিশ্বাস তাদের।
যুদ্ধ শেষ হওয়ার পর ইরান মিসাইল উৎপাদন বাড়ালেও যুদ্ধের আগে যে পরিমাণ মিসাইল ছিল সেটির কাছে তারা এখনো পৌঁছাতে পারেনি বলে ধারণা মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের। সূত্র: এক্সিওস