ভারী বৃষ্টিপাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বেশিরভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনের শুরু থেকেই এ দুর্ভোগে পড়েন শহরটির বাসিন্দারা। বন্যায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
বন্যার পানিতে শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। রাস্তায় থাকা গাড়ি ও অন্যান্য যানবাহন পানিতে ভেসে যেতে দেখা গেছে। অনেকে গৃহবন্দি হয়ে পড়েছেন, আবার কেউ কেউ উরুসমান পানি ডিঙিয়ে জরুরি কাজে বাইরে বের হয়েছেন।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলেই এই দুর্যোগ তৈরি হয়েছে। লাগার্ডিয়া বিমানবন্দরে ২ দশমিক ০৯ ইঞ্চি (৫.৩১ সেন্টিমিটার) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বাধিক।
উল্লেখ্য, প্রবল বৃষ্টিতে শহরের মেট্রো স্টেশন, আন্ডারপাস ও নিম্নাঞ্চলগুলো ডুবে যায়। জরুরি বিভাগগুলো উদ্ধার তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সূত্র: রয়টার্স