শিরোনাম
◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ১২:৪৫ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ বছরের নিচে শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ করল মালয়েশিয়া সরকার

দেশের স্কুলগুলোতে বাড়তে থাকা সহিংসতার ঘটনার প্রেক্ষিতে মালয়েশিয়া সরকার ১৬ বছরের নিচের শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, গত শুক্রবার (১৭ অক্টোবর) প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাংবাদিকদের জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা লক্ষ্য করেছি, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমের প্রভাব শিক্ষার্থীদের আচরণে উদ্বেগজনক পরিবর্তন আনছে। এজন্য ১৬ বছরের নিচে স্মার্টফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেয়া হয়েছে।”

আনোয়ার ইব্রাহিম আরও জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশকে দেশের সব স্কুলে নিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি অভিভাবক ও অভিভাবক-শিক্ষক সমিতির (পিআইবিজি) অংশগ্রহণে নৈতিক শিক্ষা বিষয়ক কনটেন্ট তৈরির পরিকল্পনাও নেয়া হচ্ছে। সূত্র: মানবজমিন

“প্রথমে নিরাপত্তা, তারপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব, এবং তৃতীয়ত নৈতিক শিক্ষা—এই তিনটি দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে,” বলে জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রী আরও বলেছেন, শিক্ষা ও শিশুদের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেয়া উচিত নয়। আমরা বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করব,” বলে যোগ করেছেন তিনি।

সম্প্রতি দেশটির পেতালিং জায়ার এক স্কুলে ১৪ বছর বয়সী এক ছাত্র ১৬ বছর বয়সী এক ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে। ওই ঘটনার পর স্কুলে সহিংসতা ও প্রযুক্তির নেতিবাচক প্রভাব নিয়ে দেশজুড়ে ব্যাপক উদ্বেগ দেখা দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়