শিরোনাম
◈ ইয়েমেন থেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বন্ধ ইসরাইলি বিমানবন্দর ◈ পুলিশ কর্মকর্তা শামিমের ওপর চাঁদাবাজদের হামলা, গ্রেফতার ৭ ◈ ভেনিজুয়েলাকে ঘি‌রে ফে‌লে‌ছে আ‌মে‌রিকা, চারপাশে ব্যাপক সেনা মোতায়েন, পাল্টা জবাব দি‌তে প্রস্তুত নি‌কোলাস মাদু‌রো ◈ খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন ◈ কী হ‌বে আজ? বাংলা‌দেশ হার‌বে না‌কি আফগানিস্তানকে হোয়াইটওয়াশ কর‌বে ◈ এবার প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি ◈ জওহরলাল নেহরু স্টেডিয়া‌মে কুকুর, কামড় দি‌লো দুই বি‌দে‌শি কোচ‌কে, আতঙ্ক বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে! ◈ শেরপুরে ৫ উপজেলায়  এক পৌরসভায় জামায়াতের প্রার্থী ঘোষণা ◈ পাচার করা হবে এমন তরুণীদের পাসপোর্ট করা হয় মাত্র ৪ ঘণ্টায়! ◈ ইং‌লিশ লি‌গে জয়ে ফিরলো ম্যান‌চেস্টার ইউনাইটেড

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৯:০২ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৫, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রেটা থুনবার্গকে জোর করে ইসরায়েলি পতাকা চুম্বন করানোর অভিযোগ

আল জাজিরা: গাজায় ত্রাণবহরে যোগদানের জন্য যাওয়া আন্তর্জাতিক কর্মীরা অভিযোগ করেছেন, ইসরায়েলি বাহিনী আটক অবস্থায় 'সুমুদ ফ্লোটিলা'র নেতৃত্ব দেওয়া সেচ্ছাসেবক গ্রেটা থুনবার্গের সঙ্গে 'দুর্ব্যবহার ও নির্যাতন' করেছে। 

শনিবার (৪ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এই ঘটনায় ইসরায়েলের হাতে আটক হওয়া কর্মীদের মধ্যে ১৩৭ জনকে তুরস্কে পাঠানো হয়েছে, যার মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিকও রয়েছেন বলে তুর্কি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

তুর্কি সাংবাদিক এবং ফ্লোটিলার অংশগ্রহণকারী এরসিন সেলিক স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি গ্রেটা থুনবার্গকে নির্যাতন করতে দেখেছেন। তিনি বলেন, 'থুনবার্গকে কীভাবে মাটিতে টেনে নিয়ে যাওয়া হয়েছিল' এবং 'ইসরায়েলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল', তা তিনি নিজে প্রত্যক্ষ করেছেন। 

মালয়েশিয়ার কর্মী হাজওয়ানি হেলমি এবং আমেরিকান অংশগ্রহণকারী উইন্ডফিল্ড বিভার ইস্তাম্বুল বিমানবন্দরে একই রকম বর্ণনা দিয়েছেন। তারা অভিযোগ করেন, থুনবার্গকে ধাক্কা দিয়ে ইসরায়েলি পতাকা দিয়ে প্যারেড করানো হয়। 

হেলমি আরও বলেন, ইসরায়েলি বাহিনী তাদের পর্যাপ্ত পরিষ্কার পানি এবং ওষুধও দেয়নি। ইতালীয় সাংবাদিক লরেঞ্জো আগোস্তিনো বার্তা সংস্থা আনাদোলুকে বলেন,'গ্রেটা থুনবার্গ একজন সাহসী নারী, যার বয়স মাত্র ২২ বছর। তাকে অপমানিত করা হয় এবং ইসরায়েলি পতাকায় মুড়িয়ে ট্রফির মতো প্রদর্শন করা হয়।'

আমেরিকান অংশগ্রহণকারী উইন্ডফিল্ড বিভার অভিযোগ করেছেন, থুনবার্গের সঙ্গে 'ভয়ঙ্কর আচরণ' করা হয় এবং তা প্রচারের জন্য ব্যবহার করা হয়েছিল। বিভার আরও জানান, অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন-গভির যখন প্রবেশ করছিলেন, তখন তাকে একটি ঘরে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হয়। 

তুর্কি টিভি উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন, 'তারা আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করে। তারা আমাদের তিন দিন ধরে ক্ষুধার্তও রেখেছিল। তারা আমাদের পানি দেয়নি। টয়লেট থেকে আমাদের পানি পান করতে হয়েছে। এটি ছিল একটি ভয়াবহ গরম দিন এবং আমরা সবাই পুড়ে যাচ্ছিলাম।' 

তিনি জানান, এই অগ্নিপরীক্ষা তাকে গাজা সম্পর্কে আরও ভালো ধারণা দিয়েছে। এর আগে গাজায় ত্রাণ সরবরাহের উদ্দেশে ফ্লোটিলা অভিযানের জন্য যাওয়া ৪০ নৌকা এবং ৪৫০ জনেরও বেশি আন্তর্জাতিক কর্মীকে আটক করেছিল ইসরায়েল। বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়ে তেল আবিব ঘোষণা করেছে, আটক বাকিদের শিগগিরই ইউরোপে পাঠানো হবে।

অনুবাদ: ইত্তেফাক 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়