শিরোনাম
◈ এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প ◈ ইইউ সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ◈ নভেম্বর থেকে টিসিবির তালিকায় যুক্ত হবে আরও ৫ পণ্য ◈ উত্তরায় বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত ◈ রাষ্ট্রযন্ত্র সঠিকভাবে চলছে না, উল্টাভাবে চলছে: জেড আই খান পান্না ◈ জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার ◈ অশান্ত খাগড়াছড়ি নিয়ে একাধিক ‘ভুয়া’ ভিডিও শনাক্ত ◈ একটি মহল খাগড়াছড়ি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘ভারতীয় ওয়েবসাইটের স্ক্রিনে লেখা ‘হ্যাকড বাই শেখ হাসিনা’ (ভিডিও) ◈ নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে ইউকে: ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০৯ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

কা‌রো সাম‌রিক শ‌ক্তি‌কে পাত্তা দেয় না ইরান, বে‌শি বাড়াবা‌ড়ি হ‌লে কঠোর জবাব দেওয়া হবে: ইরানের সেনাপ্রধান

এল আর বাদল : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, শত্রুরা সর্বদা আমাদের নজরদারিতে রয়েছে এবং তাদের যে কোনো ভুলের কঠোর জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, শত্রুদের জানা উচিৎ সামর্থ্য, সক্ষমতা ও উচ্চ আদর্শের কারণে শেষ পর্যন্ত ইরানি জাতিই বিজয়ী হবে।

 রোববার (২৮ সে‌প্টেম্বর) তেহরানে সামরিক বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষার্থীদের যৌথ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন- সশস্ত্র বাহিনী বিশেষ করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং পবিত্র ইসলামী শাসন ব্যবস্থাকে রক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, শত্রুরা ভ্রান্ত কল্পনা ও ভুল হিসাব-নিকাশের মাধ্যমে দেশের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংসের চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর দৃঢ় প্রতিরোধে তা ব্যর্থ হয়েছে। শক্তিশালী সশস্ত্র বাহিনী, জনগণের সমর্থন এবং সর্বোচ্চ নেতার প্রজ্ঞাময় নেতৃত্বের কারণে শত্রুরা তাদের অবৈধ লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে এবং ইরানের জনগণ বিজয় অর্জন করেছে।

জেনারেল হাতামি ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতিকে স্থায়ী ও নিরবচ্ছিন্ন হিসেবে উল্লেখ করে বলেন, এই প্রস্তুতি অত্যন্ত মূল্যবান। আমরা সর্বদা শত্রুকে নজরদারিতে রাখছি এবং তাদের যেকোনো ভুল বা অবিবেচক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি ১২ দিনের যুদ্ধ প্রসঙ্গে বলেন, ইরানের সচেতন ও দূরদর্শী জনগণ সেই যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রয়োজনে তারা আবারও মাঠে নামবে এবং দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের ভূমিকা পালন করবে। সেনাপ্রধান বলেন, ইরানের সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে এবং নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়