শিরোনাম

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৪ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রযন্ত্র সঠিকভাবে চলছে না, উল্টাভাবে চলছে: জেড আই খান পান্না

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেছেন, বর্তমানে দেশের সব জায়গায় ঘাটতি রয়েছে। তাঁর মতে, বাংলাদেশ রাষ্ট্র সঠিকভাবে নয়, বরং উল্টোভাবে চলছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। সেদিন ট্রাইব্যুনাল–১-এ জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর একটি বিবিধ মামলা খারিজ হয়। ইনুর আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন পান্না।

ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পান্না বলেন, “দেশের সব জায়গায় ঘাটতি রয়েছে। এখান থেকে বাসায় নিরাপদে যেতে পারব কি না, কিংবা ঘুমাতে পারব কি না—তার নিশ্চয়তা নেই।”

তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষায় গত ২৮ আগস্ট এক গোলটেবিল বৈঠকে তিনি বয়োজ্যেষ্ঠ মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু সেখানে হামলা হলেও হামলাকারীদের বিরুদ্ধে মামলা হয়নি, বরং ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা হয়। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন রাখেন, “এই প্রশাসনের প্রতি শ্রদ্ধা থাকবে কোত্থেকে?”

রাষ্ট্রযন্ত্রের কার্যকারিতা প্রসঙ্গে জেড আই খান পান্না বলেন, “রাষ্ট্রযন্ত্র সঠিকভাবে চলছে না, উল্টাভাবে চলছে। ক্ষমতাসীনরা টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে—এটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই দেখা যায়।”

মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রসঙ্গে তিনি বলেন, হত্যাকাণ্ডের শাস্তি অবশ্যই হওয়া উচিত, তবে তা প্রমাণের ভিত্তিতে হতে হবে, জোরজবরদস্তি করে নয়। তিনি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিরোধী উল্লেখ করে বলেন, “সারা সভ্য দুনিয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। এখনো আমেরিকার মতো দেশগুলোতে এটা চালু আছে।”

শেখ হাসিনা ও ইনুর অডিও কথোপকথন নিয়ে প্রশ্ন করলে পান্না জানান, তাতে স্পষ্ট যে ইনুকে আন্দোলনকারীদের গ্রেপ্তার করে একদিন পর ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। গুলি না চালিয়ে কেবল সাউন্ড গ্রেনেড দিয়ে ভয় দেখানোর কথাও বলা হয়েছিল। তাঁর মতে, এতে হত্যার জন্য উসকানি দেওয়ার কোনো প্রমাণ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়