শিরোনাম
◈ ভারত ও আওয়ামী লীগের দুজেনেরই ক্ষতি হয়েছে, বললেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ নতুন নির্দেশনা জারি স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে ◈ গাজীপুরে বিশ্বের সবচেয়ে বড় গ্রাউন্ড স্টেশন বসাচ্ছে স্টারলিংক, ইন্টারনেট সেবা দিতে চায় পার্শ্ববর্তী দেশেও ◈ শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপ বন্ধের চিন্তা ◈ সাকিব আল হাসানের বিরুদ্ধে মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিল দুদক ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয় রাজনীতিতে নবধারা সৃষ্টি করেছে ◈ জাতীয় বেতন কমিশনের ৪ প্রশ্নমালা, মতামত দেওয়া যাবে অনলাইনে ◈ টিকিট কেনা নিয়ে রেলওয়ের পরামর্শ ◈ বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল‌কে পরামর্শ দি‌লেন ভার‌তের কোচ গৌতম গম্ভীর  ◈ রোহিঙ্গাদের ৩.৪ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৩ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

অর্থপাচার আইনে নূর আলীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের অন্যতম সদস্য ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেডের মালিক নূর আলীসহ সংশ্লিষ্ট ১৪ জনের বিরুদ্ধে ৪০ কোটি ৭১ লাখ টাকার সংঘবদ্ধ প্রতারণার প্রাথমিক প্রমাণ পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। এজন্য গুলশান থানায় মানিলন্ডারিং বা অর্থপাচার আইনে মামলা দায়ের করেছে সংস্থাটি। সোমবার (২৯ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

সিআইডির অনুসন্ধানে বলা হয়, নূর আলী ও তার জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেডসহ অপরাপর অভিযুক্তরা বিদেশে পাঠানোর জন্য প্রতি কর্মীর কাছ থেকে সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায় করেন। 
অভিযুক্তরা গত ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দুই বছরে মোট তিন হাজার ৭৮৭ জন কর্মী মালয়েশিয়ায় পাঠান। সরকারি ফি ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারিত থাকলেও নূর আলীসহ সংশ্লিষ্ট অপরাপর অভিযুক্তরা জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করেন। ভুক্তভোগী প্রতিজনের কাছ থেকে পাসপোর্ট খরচ, কোভিড-১৯ টেস্ট, মেডিকেল ফি ও পোশাক সংক্রান্ত ফির নামে এসব অতিরিক্ত খরচ আদায় করেন।

সংঘবদ্ধ চক্রটির ১৪ সদস্য পরস্পর যোগসাজশে প্রতারণা করে মোট ৪০ কোটি ৭১ লাখ ৪০ হাজার ৩৭০ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার প্রাথমিক তথ্য পাওয়া যায়, যা সুষ্পষ্টভাবে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী মানিলন্ডারিং অপরাধ।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ পরিচালনা করছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অজ্ঞাত অপরাপর সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়