শিরোনাম
◈ এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প ◈ ইইউ সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ◈ নভেম্বর থেকে টিসিবির তালিকায় যুক্ত হবে আরও ৫ পণ্য ◈ উত্তরায় বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত ◈ রাষ্ট্রযন্ত্র সঠিকভাবে চলছে না, উল্টাভাবে চলছে: জেড আই খান পান্না ◈ জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার ◈ অশান্ত খাগড়াছড়ি নিয়ে একাধিক ‘ভুয়া’ ভিডিও শনাক্ত ◈ একটি মহল খাগড়াছড়ি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘ভারতীয় ওয়েবসাইটের স্ক্রিনে লেখা ‘হ্যাকড বাই শেখ হাসিনা’ (ভিডিও) ◈ নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে ইউকে: ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৭ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সাকিব আল হাসানকে নিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েমের স্ট্যাটাস

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। এবার তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

রোববার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে দেওয়া পোস্টে ভিপি সাদিক লেখেন, ‘ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয়—খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না।’

তিনি আরও লেখেন, ‘ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা—এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন, তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট। একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদেরকে তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ, কূটনৈতিক নানা পরিচয় দিয়ে নরমালাইজ ও পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে।’

ভিপি সাদিক জোর দিয়ে বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দীর্ঘ ফ্যাসিবাদী আমলে সর্বস্তরে জেঁকে বসা ফ্যাসিস্ট, ফ্যাসিস্টের দোসর এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে চুরমার করা পর্যন্ত জুলাই প্রজন্ম ক্ষান্ত হবে না।’

এদিকে সাকিব আল হাসান ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পাল্টাপাল্টি পোস্ট ঘিরেও চলছে আলোচনা-সমালোচনা। রোববার রাতে সাকিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালে সামাজিক মাধ্যমে তা ব্যাপক সমালোচিত হয়। এর কিছুক্ষণ পর আসিফ মাহমুদ পোস্টে লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম।’

পরে এর জবাবে সাকিব তার ফেসবুকে লিখেন, ‘যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়