শিরোনাম
◈ আরব আমিরাত এবার ভিসার নতুন ৪ ক্যাটাগরি চালু করল ◈ এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প ◈ ইইউ সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ◈ নভেম্বর থেকে টিসিবির তালিকায় যুক্ত হবে আরও ৫ পণ্য ◈ উত্তরায় বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত ◈ রাষ্ট্রযন্ত্র সঠিকভাবে চলছে না, উল্টাভাবে চলছে: জেড আই খান পান্না ◈ জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার ◈ অশান্ত খাগড়াছড়ি নিয়ে একাধিক ‘ভুয়া’ ভিডিও শনাক্ত ◈ একটি মহল খাগড়াছড়ি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘ভারতীয় ওয়েবসাইটের স্ক্রিনে লেখা ‘হ্যাকড বাই শেখ হাসিনা’ (ভিডিও)

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৭ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে ইউকে: ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক

গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সংসদ নির্বাচন আয়োজনে ইসিকে যুক্তরাজ্যের সহায়তা করার কথা জানিয়েছেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

তিনি বলেন, ‘সিইসির সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে ইউকে। বিশেষ করে ভোটার এডুকেশন, পোলিং এজেন্টদের প্রশিক্ষণসহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সহায়তা দেবে ব্রিটিশ হাইকমিশন।’

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি। এজন্য বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ‘ব্যাপক প্রস্তুতি’ নিচ্ছে।

নির্বাচন সুষ্ঠু করতে যা যা প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সেগুলোর অনেক কিছুই ‘এগিয়ে নেওয়া হয়েছে’ বলেও জানিয়েছেন সিইসি নাসির উদ্দিন।

নাসির উদ্দিন বলেন, "আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ সম্পন্ন করেছি। তারমধ্যে বিশাল একটা ভোটার তালিকা তা বাড়ি বাড়ি গিয়ে শেষ করেছি। নারী ভোটার ব্যবধান কমিয়েছি। ৯টি আইন আমরা সংশোধন করছি। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার অনেক কিছু এগিয়ে নিয়েছি।"

এর আগে রবিবার ইসি জানায়, সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এজন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়