বিশ্বের সবচেয়ে ‘উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন’ ব্রিজ আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। চীনের গুইঝো প্রদেশে অবস্থিত এই সেতুটি পানির পৃষ্ঠ থেকে ৬২৫ মিটার উঁচুতে দাঁড়িয়ে আছে, যা যুক্তরাষ্ট্রের আইকনিক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেয়েও উঁচু।
সেতুটির মোট দৈর্ঘ্য ২,৮৯০ মিটার এবং মূল স্প্যান ১,৪২০ মিটার। মাত্র তিন বছরে নির্মিত এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ২৮৩ মিলিয়ন ডলার।
বিশেষজ্ঞরা এই সেতুকে আধুনিক প্রকৌশলের এক অনন্য নিদর্শন হিসেবে আখ্যা দিয়েছেন। উন্নত নির্মাণ প্রযুক্তি দিয়ে নির্মিত সেতুটি ভূমিকম্প ও চরম আবহাওয়া মোকাবিলা করতে সক্ষম।
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই সেতু, যা দুর্গম ও পাহাড়ি এলাকায় যোগাযোগ ও উন্নয়নকে ত্বরান্বিত করবে। পরিবহন সুবিধা বাড়ার ফলে গুইঝো প্রদেশে বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ ও পর্যটন শিল্পের প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া বিশ্বের অনেক বিখ্যাত আকাশচুম্বী ভবনের চেয়েও উঁচু এই সেতুটি নিজেই এক বড় পর্যটন আকর্ষণে পরিণত হতে চলেছে। এর মনোমুগ্ধকর উচ্চতা ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অবস্থান দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করবে এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য নতুন অর্থনৈতিক প্রাণশক্তি হিসেবে কাজ করবে। সূত্র: সামাটিভি