শিরোনাম
◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি ◈ জুলাই সনদ ও গণভোটের সমাধান কোন পথে? ◈ ড.ইউনুসের গ্রামীণ নামে যা যা বানাইছেন সবকিছুর বিপদ আছে: কাদের সিদ্দিকী ◈ একাদশ গ্রেডে বেতনের আশ্বাস, আন্দোলন স্থগিত প্রাথমিক শিক্ষকদের ◈ ফুটবল ফেডা‌রেশন বিসিবির কাছে প‌রিচালক আসিফের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে  ◈ বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মি‌নি‌টেই শেষ ◈ দিল্লি বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে হরিয়ানায় ৩ টন বিস্ফোরক উদ্ধার ◈ দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩, বহু হতাহত (ভিডিও)

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৪ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনের রাস্তায় যা করলেন ভারতীয় ছাত্রী, ভিডিও ভাইরাল

লন্ডনের বার্মিংহামে এক ভারতীয় শিক্ষার্থীর অদ্ভুত কাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক তরুণী অনুমতি না নিয়েই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির কাচ মুছে দিচ্ছেন এবং এর পরই ২০ পাউন্ড (প্রায় ২,৩০০ টাকা) দাবি করে বসেন। এ ঘটনাকে কেন্দ্র করে গাড়ির মালিক ও তরুণীর মধ্যে বাকবিতণ্ডা বেধে যায়।

ভিডিওটির শুরুতে দেখা যায়, ওই শিক্ষার্থী গাড়ির জানালায় নক করেন। চালক কাচ নামালে তিনি বলেন, ‘স্যার, ২০ পাউন্ড দিন।’ হতভম্ব মালিক জিজ্ঞাসা করেন, ‘কিসের জন্য?’ উত্তরে তরুণী বলেন, ‘আমি আপনার কাচ পরিষ্কার করলাম।’

চালক তখন অবাক হয়ে বলেন, ‘আপনি তো শুধু একটু মুছলেন, এর জন্য ২০ পাউন্ড? আমি তো আপনাকে বলিনি কাচ পরিষ্কার করতে!’ জবাবে তরুণী যুক্তি দেন, ‘এটাই তো জীবনযাত্রার খরচ’।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন ওই শিক্ষার্থী গাড়ির সামনে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনি যদি যেতে চান, তাহলে আমাকে ধাক্কা মেরে যেতে হবে।’ তখন মালিক ক্ষুব্ধ হয়ে তাকে ‘ডাকাত’ বলে অভিহিত করেন। কিন্তু তবুও তিনি বারবার ২০ পাউন্ড দাবি করে যেতে থাকেন।

ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ হতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শুধু ‘thelasthournews’ নামের একটি পেজেই এটি দেখা হয়েছে ২১ লাখ বারেরও বেশি। নেটিজেনদের মধ্যে এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। অনেকে তরুণীর আচরণকে সমালোচনা করলেও, অনেকেই মনে করছেন ঘটনাটি সাজানো।

মন্তব্যে কয়েকজন লিখেছেন, এর আগে একই তরুণী ও গাড়ির মালিককে ভিন্ন ভিন্ন ঘটনায় একসঙ্গে দেখা গেছে। ফলে অনেকেই ভিডিওটিকে স্ক্রিপ্টেড বা বিনোদনের উদ্দেশ্যে তৈরি বলে ধারণা করছেন।

একজন লিখেছেন, ‘মনে হচ্ছে এটি আগের সেই গাড়ি আর সাইকেলের ঘটনার মেয়েটিই। এই দম্পতির ৩-৪টি ভিডিও আগেও দেখেছি।’ আরেকজন মন্তব্য করেন, ‘এটি তার দ্বিতীয় ভিডিও। আগেও একই পুরুষ কণ্ঠের সঙ্গে ঘরের ভেতর পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘটনা ছিল। এখন মনে হচ্ছে এগুলো বানানো।’

ঘটনাটি সত্যি নাকি শুধুই অভিনয়—তা নিয়ে এখনো চলছে বিতর্ক। তবে এর পাশাপাশি যুক্তরাজ্যে উচ্চ জীবনযাত্রা ব্যয় নিয়েও চলছে আলোচনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়