শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৪:৫৭ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপারেশন সিঁদুরে শতাধিক সন্ত্রাসী নিহত: দাবি ভারতের

কাশ্মীরের পেহেলগাম হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে চালানো ‘অপারেশন সিঁদুর’-এ ১০০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বিরোধীদলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে এই দাবি করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

এছাড়া প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানকে সংঘাত আরও বাড়ানোর বিরুদ্ধেও সতর্ক করেছেন।  খবর এনডিটিভির।

প্রতিরক্ষামন্ত্রী বিরোধীদলকে বলেন, ‘সিঁদুর’ একটি ‘চলমান অভিযান’।  ভারত আর কোনও হামলা চালাতে চায় না, তবে পাক বাহিনী আক্রমণ করলে আবারও পাল্টা আক্রমণ করবে। 

বিরোধী দল সরকারকে বলেছে, তারা সীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় তাদের প্রচেষ্টাকে সমর্থন করবে।

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের কথা শুনেছি... তারা বলেছে, কিছু তথ্য গোপন রাখতে হবে। আমরা বলেছি ‘‘আমরা সবাই সরকারের সাথে আছি’'। ‘

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সর্বদলীয় ব্রিফিংটি সৌহার্দ্যপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এ বিষয়ে সাংবাদিকদের বলেন যে, ‘সবাই ম্যাচিউরিটি দেখিয়েছে এবং ঝগড়ায় লিপ্ত হয়নি। 

এর আগে বুধবার সন্ধ্যায় সরকারি সূত্র এনডিটিভিকে জানিয়েছিল, অপারেশনে ৭০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, হামলায় লক্ষ্যবস্তু এলাকায় সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগাম বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে।  এর প্রতিশোধে  পালটা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়