শিরোনাম
◈ ডাকসু নির্বাচন: ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর শেষ দিনের প্রচারণা ◈ শিশুদের ডায়াবেটিস— ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা ◈ জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হলো যে আলোচনা ◈ নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছেন: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে চলছে পূর্ণ চন্দ্রগ্রহণ, রক্তিম রূপ ধারণ করেছে ‘চিরচেনা চাঁদ’ (ভিডিও) ◈ শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত  ভবন থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ ইনসাফের পক্ষে থাকলেই সে এনসিপির—হাসনাত আবদুল্লাহ ◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ০১:০৫ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে গাজায় হামলা বন্ধে আহ্বান মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন হামাসের হাতে আটক থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মি ইয়ার্ডেন বিবাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। খবর এএফপি।

ইয়ার্ডেন বিবাসের স্ত্রী সিরি বিবাস ও তাদের দুই সন্তানও হামাসের হাতে জিম্মি ছিলেন। তবে গাজায় ইসরায়েলের বিমান হামলায় তারা নিহত হন। যুদ্ধবিরতি চুক্তির আওতায় গত মাসে ইয়ার্ডেনকে মুক্তি দেওয়া হয়।

মুক্তির পর প্রথমবারের মতো এক সাক্ষাৎকারে ইয়ার্ডেন বলেন, ইসরায়েলের নতুন সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আটক জিম্মিদের মুক্তি অসম্ভব হয়ে পড়ছে।

রোববার (৩০ মার্চ) সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে বলেন, দয়া করে এই যুদ্ধ বন্ধ করুন এবং সমস্ত জিম্মিকে দেশে ফিরিয়ে আনতে সাহায্য করুন।

তিনি আরও বলেন, আমি জানি, ট্রাম্প সাহায্য করতে পারেন। আমি আজ এখানে শুধু তার কারণেই। তিনিই একমাত্র ব্যক্তি, যিনি আবার এই যুদ্ধ বন্ধ করতে পারেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলা পর পাল্টা হামলা চালায় ইসরায়েল। যা টানা ১৫ মাস পর যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী হয়নি। গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে গাজা উপত্যকায়।

এমনকি ঈদুল ফিতরের দিনেও ইসরায়েলের হামলা থামেনি। গত দুই দিনে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮০ জন নিহত ও ৩০৫ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার ৩৫৭ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৪ হাজার ৪০০ জন আহত হয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়