শিরোনাম
◈ নতুন বিধিমালা জারি প্রাথমিকে শিক্ষক নিয়োগে, নারী কোটা বাতিল ◈ রোডম্যাপ অপরিপক্ব ও আংশিক, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি: জামায়াত ◈ প্রশাসনে বড় পদোন্নতি, উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা ◈ বিরলে জীবন মহল পার্কে অনৈতিক ঘটনার জেরে সংঘর্ষ ◈ টাঙ্গাইলে ঘুমের ওষুধ খাইয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার ◈ চক‌রিয়ায় সড়ক দুঘর্টনায় বাঁশখালীর যুবলীগ নেতা মনসুর আলম নিহত ,আহত ৫ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ‘উই আর হ্যাপি’: মির্জা ফখরুল ◈ শারীরিক স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া ◈ সৌদি গ্রিন কার্ড: নির্দিষ্ট অর্থে আজীবন বসবাস, কাজ ও ব্যবসার সুযোগ বিদেশি বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্য ◈ চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: কাদের সিদ্দিকী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০৯:২৩ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ানমারের দুই নতুন প্রদেশে রাখাইন আর্মির হামলা! ঠেকাতে বিমানহানা জুন্টাসেনার, হত ২৭

আনন্দবাজার; ২০২৩ সালের নভেম্বর থেকে মায়ানমারের তিন বিদ্রোহী গোষ্ঠী মিলে নতুন জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়্যান্স’ গড়ে সামরিক জুন্টার বিরুদ্ধে অভিযান শুরু করেছিল। তা এখনও চলছে।

বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন প্রদেশে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ কায়েম করার পর এ বার মায়ানমারের মধ্যাঞ্চলে হামলা শুরু করল বিদ্রোহী গোষ্ঠী রাখাইন আর্মি। রবিবার থেকে জুন্টা সরকারের সেনার বিরুদ্ধে বাগো এবং মান্দালয় প্রদেশে অভিযান শুরু করেছে তারা। বিদ্রোহীদের অগ্রগতি ঠেকাতে মান্দালয়ে মায়ানমার বিমানবাহিনী হামলা চালালে ২৭ জন সাধারণ গ্রামবাসী নিহত হয়েছেন বলে অভিযোগ।

মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী আউং সান সু চির সমর্থক স্বঘোষিত ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘দ্য ইরাওয়াদি’ জানিয়েছে, আরাকান আর্মির যোদ্ধাদের হানায় বাগোর প্রধান সেনাশিবির নায়ুনগো কার্যত পতনের মুখে! জুন্টা বায়ুসেনার ধারাবাহিক হামলা সত্ত্বেও ইয়াওয়াদি নদীর অববাহিকায় অবস্থিত ওই সেনাশিবিরটি ঘিরে ফেলেছে আরাকান আর্মি।

মায়ানমারের অন্যতম সমৃদ্ধ প্রদেশ মান্দালয়ের একাংশও ইতিমধ্যেই আরাকান আর্মির কব্জায় চলে গিয়েছে বলে ওই সুচির সমর্থক সংবাদমাধ্যমের দাবি। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলিতে সোমবার হানা দেয় মায়ানমার সেনার যুদ্ধবিমান। এতে মোট ২৭ জন গ্রামবাসী নিহত হয়েছেন বলে দ্য ইরাওয়াদির দাবি। ১৭০০ কিলোমিটার দীর্ঘ ‘চিন-মায়ানমার অর্থনৈতিক করিডোরে’র সঙ্গে মধ্য মায়ানমারের ওই দুই প্রদেশ যুক্ত। আরাকান আর্মি তাই কৌশলগত সামরিক পদক্ষেপ হিসাবেই বাগো এবং মান্দালয়ে অভিযান শুরু করেছে বলে মনে করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়