শিরোনাম
◈ এবার বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে যে দুঃসংবাদ দিলেন যুক্তরাষ্ট্র ◈ আমি কোন পরিস্থিতিতে আছি পৃথিবীর কাউকে বুঝাইতে পারব না, আমি মিরজাফর না: ক্ষমা চেয়ে রাহি বললেন (ভিডিও) ◈ লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক, ডিআরইউতে ‘মঞ্চ ৭১’-এর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা(ভিডিও) ◈ ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ৩ কোটি ৮৩ লাখ ডলারের মাছ রফতানি ◈ রূপপুর পরমাণু কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল ◈ বাংলাদেশের বিমানবাহিনীর আধুনিকায়ন: চীনের ১২টি জে-১০সি জঙ্গি বিমান কিনতে চায় বাংলাদেশ ◈ এক বাক্সে যাবে না ইসলামী দলের ভোট! ◈ ম‌্যান‌চেস্টার  ইউনাই‌টে‌ডের বেহাল দশা, কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডেই বিদায় ◈ নতুন আই‌নে অনলাইন গে‌মিং বিল পাস হওয়ায় ভার‌তের ক্রিকেট শি‌ল্পে ২০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি ◈ জমে উঠছে ডাকসুতে ভোটের লড়াই

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫, ০৯:১৪ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ০১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌ মহড়ায় সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরানি ক্ষেপণাস্ত্র

ইরানি সেনাবাহিনীর নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সমুদ্রে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে। ‘নাসির’ এবং ‘গাদির’ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং মাঝারি-পাল্লার জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘কাদের’  ব্যবহার করে লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে দেশটির নৌবাহিনী।

ইরানি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র মহড়ায় বিভিন্ন পাল্লার বিভিন্ন ধরনের নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ জাহাজের উপকূল এবং ডেক থেকে নিক্ষেপ করা হয়। এসব ক্ষেপণাস্ত্র উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে।

মহড়ার এই পর্যায়ে গাইডেড মিসাইল ক্রুজার ‘জেনেভে’ এবং ‘সাবালান’ ডেস্ট্রয়ার একই সাথে ‘নাসির’, ‘গাদির’ এবং ‘কাদের’ নৌ ক্রুজ ও জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সমুদ্রে একটি নির্দিষ্ট ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে।

‘কাদের’ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র হচ্ছে একটি মাঝারি পাল্লার গুপ্ত জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটির রয়েছে উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতা এবং এটি চিত্তাকর্ষক লক্ষ্যবস্তুতে নিক্ষেপযোগ্য। নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে জাহাজ এবং উপকূলীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

অন্যদিকে, ‘গাদির’ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র হচ্ছে দীর্ঘ পাল্লার একটি রাডার-ফাঁকি দেওয়া জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন এবং নির্ভুলভাবে জাহাজের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম।

ইরানের নৌবাহিনী বৃহস্পতিবার উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে দুই দিনব্যাপী অথ্রোইটি ১৪০৪ ক্ষেপণাস্ত্র মহড়ার অপারেশনাল পর্ব শুরু করেছে।

উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় থেকে সমুদ্র ক্ষেপণাস্ত্র স্থাপনা, সমুদ্র-ভিত্তিক ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশগ্রহণ করে দুই দিন ধরে এই মহড়া পরিচালিত হবে। সূত্র: মেহর নিউজ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়