শিরোনাম
◈ ভারতের হোটেলে থেকে বাংলাদেশি আম্পায়ার নাজিব রাসেলের লাশ উদ্ধার ◈ বিএনপির ৩ সংগঠনের ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা রবিবার ◈ রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ◈ ‘আমার মা খুকুরানীকে ভুল বুঝিয়ে বক্তব্য নিয়েছে ভারতীয় মিডিয়া’ (ভিডিও) ◈ রাতের খাবার খেয়ে মাদ্রাসা শিক্ষকসহ ৫০ ছাত্র হাসপাতালে ভর্তি ◈ আমরা বাংলাদেশের সঙ্গে শান্তিপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছি : ভারতের হাইকমিশনার ◈ কলকাতার ব্যবসায়ীদের বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়ার ঘোষণা ◈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে: তারেক রহমান ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিল আরএসএস ◈ জি এম কাদেরের বক্তব্যের কড়া জবাব দিলেন রিজভী (ভিডিও)

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ০২:২৮ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি পর্যটকদের জন্য সৌদি আরবের বিশাল সুখবর

তেলনির্ভরতা থেকে দ্রুতই সরে আসছে সৌদি আরব। দেশটি সম্প্রতি পর্যটন খাতে ব্যাপক নজর দিয়েছে। এমনকি পর্যটকদের আকৃষ্ট করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশটি বিদেশি পর্যটকদের দারুণ সুখবর দিয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি সরকার জানিয়েছে, বিদেশি পর্যটকদের টানতে পর্যটকদের মূল্য সংযোজন করের (ভ্যাট) অর্থ ফেরত দেয়া হবে। ২০২৫ সাল থেকে এটি শুরু করা হবে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, এ ব্যবস্থার বাস্তবায়ন ও তত্ত্বাবধান করবে সৌদি আরবের যাকাত, ট্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষ।২০২৫ সালে দেশটিতে ১২ কোটি ৭০ লাখ পর্যটক টানার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে করে পর্যটন খাত থেকে দেশটি ৩৪৬ দশমিক ৬ বিলিয়ন রিয়াল রাজস্ব আয় করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে পর্যটকদের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। গত বছর থেকে দেশটি তাদের মধ্য দিয়ে ভ্রমণ করা যাত্রীদের বিনামূল্যে ট্রানজিট ভিসা পরিষেবা চালু করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরে সৌদিতে ১০ কোটির বেশি বিদেশি পর্যটক এসেছেন। দেশটির সরকার জানিয়েছে, বিশ্বের সেরা ১০টি দর্শনীয় স্থানের মধ্যে জায়গা করে নিতে তারা কাজ করে যাচ্ছে।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছরের জুন পর্যন্ত দেশটিতে স্থানীয় ও আন্তর্জাতিক প্রায় ছয় কোটি পর্যটক ভ্রমণ করেছেন। এর ফলে দেশটির বেসরকারি খাতের প্রবৃদ্ধি ও তেলবহির্ভূত উৎস থেকে জিডিপিতে রাজস্ব বৃদ্ধিতে অবদান রাখছে। ২০২৪ সালে এ সংখ্যা ১২ কোটিতে পৌঁছাতে পারে বলে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের জুন পর্যন্ত সৌদিতে স্থানীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে প্রায় ৬ কোটি পর্যটক ভ্রমণ করেছে, যা দেশটির বেসরকারি খাতের বৃদ্ধিকে সমর্থন করছে এবং তেলবহির্ভূত উৎস থেকে জিডিপিতে রাজস্ব বৃদ্ধিতে অবদান রাখছে। ২০২৪ সালে মোট ১২ কোটি পর্যটক আসবে বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়