শিরোনাম
◈ ২৩ বছ‌রের ক্রিকেটার সাই সুদর্শন ভে‌ঙে দি‌লেন শচীন টেন্ডুলকারের দুই রেকর্ড ◈ যুদ্ধ হলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব পড়বে ◈ বা‌র্সেলোনার অ‌ধিনায়ক সাত মাস পর মাঠে ফিরছেন ◈ সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান ◈ এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশীকে ফেরত এনেছে বিজিবি ◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০১:১৫ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্রোহ ও প্রতিরোধ অক্ষের পরবর্তী পদক্ষেপের ব্যাপারে ইসরায়েলে আতঙ্ক

ইমরুল শাহেদ: [২] উগ্র জায়োনিস্টরা ইসরায়েলের বেশ কয়েকটি সেনা ঘাঁটি ও সামরিক আদালতে হামলা চালানোর পর ইসরায়েলি গণমাধ্যমগুলো তাদের বিশ্লেষণে বলেছে, ইসরায়েলে ব্যাপক বিশৃঙ্খলা শুরু হয়েছে এবং এটি একটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। সূত্র: পার্সটুডে

[৩] আল-জাজিরা মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের পা কয়েকটি ফ্রন্টে আটকে গেছে। এরই মধ্যে ইহুদিবাদীদের নিজেদের মধ্যে মতবিরোধ ও সহিংসতা প্রতিদিনই বাড়ছে। গত সোমবার থেকে ইসরায়েলের বিভিন্ন স্থানে ইহুদিবাদীদের নিজেদের মধ্যে সংঘর্ষ চলার খবর পাওয়া গেছে।

[৪] আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ব্যাপক চাপের কারণে ইহুদিবাদী পুলিশ বাহিনী সোমবার ঘোষণা করে, তারা একজন ফিলিস্তিন বন্দির ওপর নির্যাতনের বিষয়টি তদন্ত করে দেখবে। উগ্র ইহুদিবাদীরা বিষয়টি মেনে নিতে পারেনি। তারা নেগেভ মরুভূমিতে অবস্থিত সদে তেমিরন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। আলোচিত মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দির ওপর ওই ঘাঁটির ভেতর অবস্থিত বন্দিশিবিরে অকথ্য নির্যাতন চালানো হয়। উগ্র ইহুদিবাদীদের পাশাপাশি মুখোশধারী অনেক ইসরায়েলি সেনাও ওই সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে এটির ভেতরে ঢুকে পড়ে ব্যাপক তাণ্ডব চালায়। 

[৫] ইসরায়েলি নির্যাতনকারী কারারক্ষীদের পক্ষ নিয়ে উগ্র ইহুদিবাদীরা একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর পর ইসরায়েলের বেইত লিদ বসতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর দিয়েছে হিব্রু গণমাধ্যমগুলো। ইসরায়েলি দৈনিক মাআরিভ বুধবার এক প্রতিবেদনে লিখেছে: ইসরাইল এখন আর সহিংসতার দ্বারপ্রান্তে নেই বরং গণ্ডগোলের ভেতরে প্রবেশ করেছে। একটি সেনা ঘাঁটিতে কয়েক ডজন নয় বরং কয়েকশ’ বিক্ষোভকারীর অনুপ্রবেশের যে ভিডিও প্রকাশিত হয়েছে তা থেকে বলা যায়, ইহুদিবাদী ইসরায়েলি সমাজে ভয়ঙ্কর ফাটল দেখা দিয়েছে। 

[৬] এসব গণমাধ্যমের বরাত দিয়ে লেবাননের বার্তা সংস্থা আন-নাশরা জানিয়েছে, ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতনকারী ইসরায়েলি কারারক্ষীদের জিজ্ঞাসাবাদের প্রতিবাদে উগ্র ইহুদিবাদীরা ‘নেতানিয়া’ বসতির নিকটবর্তী ‘বেইত লিদ’ সামরিক ঘাঁটিতে হামলা চালায়। প্রায় ১,২০০ ইহুদিবাদী ওই ঘাঁটিতে হামলা চালায় এবং এদের মধ্যে কয়েক ডজন লোক দরজা ভেঙে ঘাঁটিটির ভেতরে ঢুকে পড়ে। এই ঘটনা সামাল দিতে ইসরায়েল তার তিন ব্যাটেলিয়ন সেনাকে বেইত লিদে পাঠাতে বাধ্য হয়। ওই ব্যাটেলিয়নগুলোকে গাজায় পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছিল।

[৭] আন-নাশরা আরেক খবরে জানিয়েছে, ইসরায়েলের বামপন্থি ওয়ার্কার্স পার্টির প্রধান ইয়ায়ির গোলান ইসরায়েলি পার্লামেন্টের সেইসব সদস্যকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন যারা সোমবারের বেইত লিদ হামলায় জড়িত ছিল। তিনি ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইসরায়েলের অভ্যন্তরে মিলিশিয়া গোষ্ঠী সৃষ্টির দায়ে অভিযুক্ত করেছেন।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়