শিরোনাম
◈ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপোড়েনে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বিপাকে দুই দেশের বাণিজ্য ◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও)

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ১১:২৮ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতন বন্ধ ও দায়ীদের বিচারের দাবি ইসরায়েলি ডাক্তারদের

সাজ্জাদুল ইসলাম: [২] ফিজিশিয়ান্স ফর হিউম্যান রাইটস ইসরায়েল(পিএইচআর) জানিয়েছে, কয়েক মাস ধরে তারা ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতনের ব্যাপারে সতর্ক করার পর ৯ সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র: আল-জাজিরা

[৩] অধিকার সম্পর্কিত গ্রুপ পিএইচআর বলেছে, নিজেদের হাতে বন্দি ফিলিস্তিনিদের ওপর যৌন নিপীড়নসহ চালানো ভয়াবহ নির্যাতনের দায়িত্ব কোন ভাবেই ইসরায়েলি সেনাবাহিনী এড়াতে পারে না। 

[৪] ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন নির্যাতনের ঘটনায় জিঙ্গাসাবাদের জন্য তারা এসডিই তেইম্যান টর্চার ফ্যাসিলিটি থেকে সোমবার ৯ সেনাকে গ্রেপ্তার করেছে। এর প্রতিবাদে চরমডানপন্থী ইহুদী বিক্ষোভকারীরা একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। 

[৫] পিএইচআর বলেছে, ‘নির্যাতন চালানোর ব্যাপক তথ্য প্রমাণ পাওয়া গেছে। এতে বোঝা যাচ্ছে, এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। সুপরিকল্পিতভাবে ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। এবং এ ব্যাপারে চোখ পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরিজ পোস্টের মাধ্যমে পিএইচআর এসব নির্যাতনের চিত্র তুলে ধরেছে।

[৬] গ্রুপটি অবিলম্বে বন্দি নির্যাতন কেন্দ্র এসডিই তেইম্যান টর্চার ফ্যাসিলিটি বন্ধের দাবি জানিয়েছে। এ ছাড়া অন্য সব কারাগারে বন্দিদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে এবং এজন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই বিচার করতে হবে। সম্পাদনা: রাশিদ 

আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়