শিরোনাম
◈ এ‌শিয়া কা‌পের সুপার ফো‌রে পরপর দুইদিনে ২ ম্যাচ নিয়ে টাইগার কোচ সিমন্সের অসন্তোষ প্রকাশ ◈ কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলের উদ্যোগ ◈ সরকারের গণমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা ◈ আন্তর্জাতিক বাণিজ্য সহজে নতুন উদ্যোগ: সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক ◈ মেঝেতে ছেলে-মেয়ের লাশ, বিছানায় মায়ের ◈ এনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো অপশন নেই: সারজিস আলম ◈ নিউইয়র্কের বিমানবন্দরের ঘটনায় প্রতিক্রিয়ায় যা বললেন মির্জা ফখরুল ◈ আখতারকে নিরাপত্তা দিতে ব্যর্থ দায়ী কর্মকর্তাদের শাস্তি চায় এনসিপি: সংবাদ সম্মেলনে নাহিদ ◈ চীনের তিয়ানইউ লিউফাং কাপের কোয়ার্টার ফাইনালে বাফুফে একাডেমি দল  ◈ কলকাতার পত্রিকায় প্রকাশিত ফখরুলের বক্তব্যের নিন্দা জামায়াতের

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৩ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ব্যালন ডি’অর জেতায় ওসমান দেম্ব‌লে‌কে নি‌য়ে মেসির আবেগঘন প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক : এই তারকা ফুটবলার ফ্রা‌ন্সের ক্লাব পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পর জীবনের প্রথম ব্যালন ডি’অর জয় করলেন। এক মৌসুমে পাঁচটি শিরোপা, ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট সব মিলিয়ে ক্যারিয়ারের সেরা সময়েই হাতে উঠলো স্বপ্নের স্বীকৃতি।

দেম্বেলের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। মায়ামি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তায় মেসি লিখেছেন- ‘গ্রেট ওস!!! অভিনন্দন, তোমার জন্য আমি ভীষণ খুশি। এই সম্মান তুমি প্রাপ্য।

বার্সেলোনায় সতীর্থ থাকার সময়ে মেসির পাশে বসতো দেম্বেলের লকার। ইনজুরিতে ভরা কঠিন সময় পাড়ি দিতে গিয়ে মেসির কাছ থেকেই পেয়েছিলেন কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার শিক্ষা। সেই স্মৃতিচারণ করে দেম্বেলে বলেন, ‘মেসির পরামর্শেই আমি বদলেছি। তিনি বলেছিলেন, স্বপ্ন ছুঁতে চাইলে সিরিয়াস হতে হবে। আমি ওনার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করতাম।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত চার বছর ছিলেন দুই তারকা বার্সেলোনায়। একসঙ্গে খেলেছেন প্রায় ৯৫ ম্যাচ, যেখানে ১৫টি যৌথ গোলের মুহূর্ত তৈরি করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই দেম্বেলে আরও যোগ করেন, ‘বার্সেলোনায় যে চোট আর ভুল ছিল, তা থেকে শিক্ষা নিয়েছি। মেসি-ভরসা আমার ক্যারিয়ারকে নতুনভাবে গড়তে সাহায্য করেছে। আজকের ট্রফি সেই অধ্যবসায়ের প্রতিফলন।’

উল্লেখ্য, মঞ্চটা ছিল ঠিক সেই, যেখানে লিওনেল মেসি জিতেছিলেন রেকর্ড আটটি ব্যালন ডি’অর। এবার সেখানে দাঁড়িয়ে দেম্বেলে পেলেন নিজের প্রথম ব্যালন ডি’অরের স্বীকৃতি, আর দূর থেকে শিষ্যের সাফল্যে আনন্দ ভাগ করে নিলেন ফুটবল জাদুকর মেসি। -- তথ‌্যসূত্র, চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়