শিরোনাম
◈ এ‌শিয়া কা‌পের সুপার ফো‌রে পরপর দুইদিনে ২ ম্যাচ নিয়ে টাইগার কোচ সিমন্সের অসন্তোষ প্রকাশ ◈ কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলের উদ্যোগ ◈ সরকারের গণমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা ◈ আন্তর্জাতিক বাণিজ্য সহজে নতুন উদ্যোগ: সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক ◈ মেঝেতে ছেলে-মেয়ের লাশ, বিছানায় মায়ের ◈ এনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো অপশন নেই: সারজিস আলম ◈ নিউইয়র্কের বিমানবন্দরের ঘটনায় প্রতিক্রিয়ায় যা বললেন মির্জা ফখরুল ◈ আখতারকে নিরাপত্তা দিতে ব্যর্থ দায়ী কর্মকর্তাদের শাস্তি চায় এনসিপি: সংবাদ সম্মেলনে নাহিদ ◈ চীনের তিয়ানইউ লিউফাং কাপের কোয়ার্টার ফাইনালে বাফুফে একাডেমি দল  ◈ কলকাতার পত্রিকায় প্রকাশিত ফখরুলের বক্তব্যের নিন্দা জামায়াতের

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫২ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়া কা‌পের সুপার ফো‌রে রা‌তে মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা 

স্পোর্টস ডেস্ক : এক‌টি ক‌রে ম‌্যাচ হে‌রে‌ছে দুই দল। পা‌কিস্তান হে‌রে‌ছে ভার‌তের কা‌ছে আর শ্রীলঙ্কা পরা‌জিত বাংলা‌দে‌শের কা‌ছে। তারপ‌রেও দুই দ‌লের সাম‌নে এখনও ফাইনালে খেলার সুযোগ আছে। 

আসরে টিকে থাকার লড়াইয়ে মঙ্গলবার (২৩ সে‌প্টেম্বর) রা‌তে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। দুবাইয়ে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আসরে পরাজয় দিয়ে সুপার ফোর মিশন শুরু করেছে দু’দল। গ্রুপ পর্বে টানা তিন জয়ে সুপার ফোরে পা রাখে শ্রীলঙ্কা। তবে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরে যায় লঙ্কানরা।

অন্যদিকে, গ্রুপপর্বে ভারতের কাছে হারলেও আরব আমিরাত ও ওমানের বিপক্ষে জয় দিয়ে সুপার ফোরে যায় পাকিস্তান। তবে প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬ উইকেটে হারে সালমান আগার দল।

এবার জয় ছাড়া বিকল্প নেই দুদলের সামনে। অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে দু’দলের মুখোমুখি পাঁচ লড়াইয়ের সবকটিতেই জিতেছে লঙ্কানরা।

উল্লেখ্য, সুপার ফোরের দুটি ম্যাচ শেষে ভারত ও বাংলাদেশের পয়েন্টের খাতায় যোগ হয়েছে দুটি পয়েন্ট। ভারতের নেট রানরেট +০.৬৮৯, আর টাইগারদের নেট রানরেট +০.১২১। শ্রীলঙ্কা ও পাকিস্তানের নেট রানরেট যথাক্রমে -০.১২১ ও -০.৬৮৯।

  • সর্বশেষ
  • জনপ্রিয়