মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পূর্ব নোয়াগাঁও এলাকার হেল্দি খ্রিষ্টান মিশনের সামনে একটি বাড়ির উঠানে 'অজগর সাপ' দেখে আতঙ্কে ছুটোছুটি শুরু করে স্থানীয়রা।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) ভোর রাত ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাড়ির উঠানে হঠাৎ কুকুর ও গরুর চেঁচামেচি শুরু হয়। শব্দ শুনে ঘুম ভেঙে গেলে বাড়ির লোকজন বাইরে বের হয়ে একটি বিশাল আকারের সাপ দেখতে পান। মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে এলাকাবাসী বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-এর সঙ্গে যোগাযোগ করলে, ফাউন্ডেশনের পরিচালক 'স্বপন দেব সজল' ও পরিবেশকর্মী 'রাজদীপ দেব দীপ' ঘটনাস্থলে গিয়ে সাপটির পরিচয় নিশ্চিত করেন—এটি একটি অজগর। তারা সাপটিকে সাবধানে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। পরে সেটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
পরিবেশকর্মীরা জানান, অজগর সাপ সাধারণত মানুষের জন্য ততটা বিপজ্জনক নয়। তবে এটি রাতে খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে। তারা এমন ঘটনায় আতঙ্কিত না হয়ে স্থানীয় বন্যপ্রাণী সেবা সংস্থাগুলোর সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
স্থানীয়রা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।