শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ◈ ফিলিস্তিনির স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি আরো জোরালো হচ্ছে  ◈ নারী বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় রওনা হ‌লো বাংলাদেশ দল ◈ এ‌শিয়া কা‌পের সুপার ফো‌রে পরপর দুইদিনে ২ ম্যাচ নিয়ে টাইগার কোচ সিমন্সের অসন্তোষ প্রকাশ ◈ কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলের উদ্যোগ ◈ সরকারের গণমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা ◈ আন্তর্জাতিক বাণিজ্য সহজে নতুন উদ্যোগ: সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক ◈ মেঝেতে ছেলে-মেয়ের লাশ, বিছানায় মায়ের ◈ এনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো অপশন নেই: সারজিস আলম ◈ নিউইয়র্কের বিমানবন্দরের ঘটনায় প্রতিক্রিয়ায় যা বললেন মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫১ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

নারী বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় রওনা হ‌লো বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক : নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে চান নিগার সুলতানা জ্যোতি। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। দেশের মানুষকে ভালো কিছু দেয়ার পাশাপাশি নিজেদের ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর নাগাদ দেশ ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা।

৩০ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কায় পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে শ্রীলঙ্কার বিমান ধরেছেন জ্যোতিরা। ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন তারা। 

বিশ্বকাপ শুরুর আগে অবশ্য দুইটি প্রস্তুতি ম্যাচও খেলবেন। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকা।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার পর সেখান থেকে ভারতে যাবে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। পরবর্তীতে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষেও গ্রুপ পর্বের ম্যাচ খেলবেন জ্যোতিরা। বিশ্বকাপে যাওয়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন সরোয়ার ইমরান।

বাংলাদেশের প্রধান কোচ শ্রীলঙ্কা ও পাকিস্তান ম্যাচকে টার্গেট করছেন। সংবাদ সম্মেলনে সরোয়ার বলেন, ‘আমাদের লক্ষ্য হলো প্রতিটি ম্যাচ ধরে খেলা ও ভালো খেলা। আমাদের দুটি ম্যাচে ভালো সুযোগ আছে, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এছাড়া অন্যান্য দলের সঙ্গেও আমরা... কাউকে বড় করে দেখছি না। শতভাগ দিয়ে চেষ্টা করব।

দেশ ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফাহিমা খাতুন। প্রস্তুতি নিয়ে সবার আক্ষেপ থাকলেও ডানহাতি লেগ স্পিনার মনে করেন, তারা ভালো প্রস্তুতি নিয়েছেন। পাশাপাশি বিসিবি যত ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে সেগুলো সবটা নেয়ার চেষ্টাও করেছেন তারা। ফাহিমার বিশ্বাস, বাংলাদেশ আশানুরূপ রেজাল্ট করতে পারবে।

তিনি বলেন, দেশ ছাড়ার আগে ফাহিমা খাতুন বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথমে বলতে চাই গত কয়েক মাসে আমরা অনেক ভালো অনুশীলন করেছি। বিসিবি আমাদের যতগুলো সুযোগ-সুবিধা দিয়েছে আমরা সবগুলো নেয়ার চেষ্টা করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়