শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ◈ ফিলিস্তিনির স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি আরো জোরালো হচ্ছে  ◈ নারী বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় রওনা হ‌লো বাংলাদেশ দল ◈ এ‌শিয়া কা‌পের সুপার ফো‌রে পরপর দুইদিনে ২ ম্যাচ নিয়ে টাইগার কোচ সিমন্সের অসন্তোষ প্রকাশ ◈ কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলের উদ্যোগ ◈ সরকারের গণমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা ◈ আন্তর্জাতিক বাণিজ্য সহজে নতুন উদ্যোগ: সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক ◈ মেঝেতে ছেলে-মেয়ের লাশ, বিছানায় মায়ের ◈ এনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো অপশন নেই: সারজিস আলম ◈ নিউইয়র্কের বিমানবন্দরের ঘটনায় প্রতিক্রিয়ায় যা বললেন মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৯ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি টিকা বিক্রির অভিযোগ, তদারকি কর্মকর্তাকে শোকজ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি বরাদ্দকৃত জলাতঙ্কের টিকা (রেবিস ভ্যাকসিন) টাকা নিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে টিকাদান কর্মসূচির তদারকি কর্মকর্তা আসাদুজ্জামান সুজনের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে গত রোববার দুপুরে। এক রোগী টিকা নিতে গেলে তার কাছে ৫০০ টাকা দাবি করেন সুজন। টাকা না দিলে টিকা দেওয়া হবে না বলে জানানো হয়। এ ঘটনার একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার–পরিকল্পনা কর্মকর্তা মো. আলী এহসান সেখানে গিয়ে তদারকি কর্মকর্তাকে শোকজ করেন এবং পরিস্থিতি শান্ত করেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্তদের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে মোট ৭১ পরিমাণ টিকা দেওয়া হয়েছিল। সেই টিকা বিতরণের দায়িত্বে ছিলেন আসাদুজ্জামান সুজন। তবে তিনি আক্রান্তদের কাছ থেকে প্রতিমাত্রা টিকার জন্য ৫০০ টাকা নিতেন।

ডা. মো. আলী এহসান বলেন, ‘এর আগেও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। তখন মৌখিকভাবে সতর্ক করার পাশাপাশি বিষয়টি সিভিল সার্জনকেও জানানো হয়েছিল। কিন্তু তিনি সংশোধন হননি। এবার তাকে শোকজ করা হয়েছে এবং তার দায়িত্ব অন্যজনকে দেওয়া হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়