শিরোনাম
◈ শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা রয়ে গেছে: রিজভী ◈ রাশিয়া-ন্যাটো উত্তেজনায় আশঙ্কা: ২০২৬ সালের মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিতে ফ্রান্সের হাসপাতালগুলোকে নির্দেশ ◈ এজলাসে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর ◈ তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নিজের, সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাপে নিম্নবিত্ত, অসহায় মধ্যবিত্ত ◈ নাটোর থেকে অপহৃত বিকাশ কর্মীকে টাঙ্গাইল থেকে উদ্ধার, জড়িত ভুয়া পুলিশ আটক ◈ ডিমের ডজন ১৫০ টাকা ছাড়ালেই আমদানির অনুমতি দেবে সরকার ◈ বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ফিফার: আর্জেন্টিনাসহ ছয় দেশকে বড় অঙ্কের জরিমানা ◈ সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় ৪৯তম স্থানে বাংলাদেশের আজিজ খান, সম্পদ ১.১ বিলিয়ন ডলার ◈ বিশ্বকাপও বয়কট কর‌লো পা‌কিস্তান, এই মুহূর্তে ভারতে দল পাঠানো তা‌দের প‌ক্ষে সম্ভব নয়

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৭ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইংল‌্যা‌ন্ডের হা‌ন্ড্রেড ব‌লের খেলায় টানা তৃতীয়বার শিরোপা জিতলো ওভাল ইনভিনসিবলস

স্পোর্টস ডেস্ক : এবা‌রো কো‌নো প্রতিপক্ষ শি‌রোপা জ‌য়ের দা‌বিদার হ‌তে পার‌লো না। টানা তৃতীয়বারের মতো দ্য হান্ড্রেডের শিরোপা জিতেছে ওভাল ইনভিনসিবলস। তিনবারই তারা গ্রুপ পর্বের শীর্ষে থেকে সরাসরি লর্ডসের ফাইনালে উঠেছে এবং প্রতিবারই শিরোপা হাতে তুলেছেন অধিনায়ক স্যাম বিলিংস। -- ক্রিক‌ফ্রেঞ্জি

আগের দুই ফাইনাল ছিল হাড্ডাহাড্ডি। তবে ট্রেন্ট রকেটসের বিপক্ষে এবারের ফাইনালে দলটি একচেটিয়া দাপট দেখিয়েছে। উইল জ্যাকস ও জর্ডান কক্স দ্বিতীয় উইকেটে ৫৫ বলে ৮৭ রান যোগ করেন, যা দলের ১৬৮ রানের ভিত গড়ে দেয়। পরে নাথান সোউটার প্রথম সাত বলেই তিন উইকেট নিয়ে প্রতিপক্ষের টপ অর্ডার ভেঙে দেন।

এই তিনজনই টুর্নামেন্ট শুরুর প্রথম মৌসুম থেকেই ইনভিনসিবলস দলে আছেন। অধিনায়ক স্যাম বিলিংস ও কোচ টম মুডিও আছেন শুরু থেকে। দলটি মূলত ধারাবাহিকতা এবং একই কোর স্কোয়াডের ওপর নির্ভর করে এসেছে।

টস হেরে আগে ব্যাটিং নেমে ১৬তম বলে তাওয়ান্দা মুয়েয়ের উইকেট হারায় ওভাল। ১০ বলে ১৫ রান করে বিদায় নেন তিনি। তারপর জ্যাকস-কক্সের ব্যাটে এগিয়ে যায় ওভাল। ২৮ বলে ৪০ রান করে ফিরে যান কক্স।

৪১ বলে ৭২ রান আসে জ্যাকসের ব্যাটে। দলীয় ১৪৮ রানের মধ্যে এই দুই ব্যাটার ফিরে গেলে তারপর আর সেভাবে রান বাড়েনি। স্যাম কারান ১০ বলে ১৫ করে ফিরলেও ডোনোভন ফেরেইরা ৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন।

লক্ষ্য তাড়া করতে নামা রকেটসের ব্যাটাররা শুরু থেকেই আসা-যাওয়ার মধ্যে সময় পার করেন। দলটির হয়ে মূলত একাই লড়াই করেন মার্কাস স্টইনিস। ৩৮ বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় ৬৪ রান করেন তিনি।

অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার সাকিব মাহমুদের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন একদম একশ'তম বলে। আট উইকেটে ১৪২ রানে থামে ২৬ রানে হারা দলটি। মূলত সোউটারের দারুণ স্পেলেই ম্যাচ থেকে ছিটকে যায় রকেটস। এরপর স্টইনিসের দাপটেও ম্যাচে ফিরতে পারেনি দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়