শিরোনাম
◈ পিটার হাসের কৌশলগত ভূমিকা, এলএনজি নিয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ, যা বললেন রুমিন ফারহানা ◈ সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, শর্ত সাপেক্ষে মিলবে ৫০% পর্যন্ত ◈ মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত ◈ হোটেলে গোপন সুড়ঙ্গ, ১৪ তরুণ-তরুণী ধরা ◈ আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ◈ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ◈ পরিবর্তন আনা হয়েছে যে ৪৬ আসনের সীমানায় ◈ টেলিকম খাতে চার ধরনের লাইসেন্সে নতুন নীতিমালা অনুমোদন, সুলভে মানসম্মত সেবা নিশ্চিতের প্রত্যাশা ◈ ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক: ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপও বয়কট কর‌লো পা‌কিস্তান, এই মুহূর্তে ভারতে দল পাঠানো তা‌দের প‌ক্ষে সম্ভব নয়

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের পর বিশ্বকাপও বয়কট। এই মুহূর্তে ভারতে দল পাঠানো সম্ভব নয়। পুরনো সিদ্ধান্ত থেকে ১৮০ ডিগ্রি ঘুরে জানিয়ে দিল পাক হকি ফেডারেশন। যার অর্থ, নভেম্বর-ডিসেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপেও দল পাঠাবে না পাক দল।

এই মুহূর্তে ভারতেই চলছে এশিয়া কাপ। ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। আয়োজক দেশ ভারত ছাড়াও এশিয়া কাপের ১২তম সংস্করণে অংশ নেওয়ার কথা ছিল জাপান, কোরিয়া, চিন, মালয়েশিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং পাকিস্তানের। কিন্তু পাকিস্তান শেষমেশ দল পাঠায়নি। - সংবাদপ্রতি‌দিন

পাক হকি ফেডারেশনের তরফে হকি ইন্ডিয়াকে জানিয়ে দেওয়া হয়, তারা ভারতে দল পাঠাতে পারছে না। সে দেশের সরকার ভারতে কোনওরকম দল পাঠাতে নারাজ।

তবে জুনিয়র হকি বিশ্বকাপের ক্ষেত্রে শুরুতে অন্য অবস্থান নেয় পাক হকি ফেডারেশন। প্রথমে ভারতকে জানিয়ে দেওয়া হয় পাকিস্তান জুনিয়র বিশ্বকাপে দল পাঠাবে। বিশ্বকাপের মতো ইভেন্ট বয়কট করা কোনও খেলার পক্ষেই গ্রহণযোগ্য নয়। ভারতীয় হকি ফেডারেশনের কর্তা ভোলানাথ সিং সে কথা প্রকাশ্যে জানিয়েও দেন। তারপরই অবস্থান বদল পাক হকি সংস্থার। 

বুধবার সে দেশের হকি সংস্থার প্রধান তারিক বুগতি জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতিতে ভারতে কোনওরকম দল পাঠানোই আমাদের পক্ষে সম্ভব নয়। 

কদিন আগেই দু’দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চলছিল। এই পরিস্থিতিতে আমাদের পক্ষে পাকিস্তানে যাওয়া সম্ভব নয়।” তাঁর সাফ কথা, “ভারত যদি পাকিস্তানে ক্রিকেট খেলতে না চায়, তাহলে আমরাই বা ভারতে যাব কেন?

মাত্র কয়েক মাসে এই ভারতেই বসতে চলেছে জুনিয়র হকি বিশ্বকাপ। চেন্নাই এবং মাদুরাইয়ে নভেম্বর-ডিসেম্বরে ওই টুর্নামেন্ট হবে। মোট ২৪ দল ওই টুর্নামেন্টে খেলবে। এর মধ্যে ২৩টি দল আগেই ভারতে আসার কথা জানিয়েছিল। কিন্তু পাকিস্তান বেঁকে বসল। এবার পরিবর্ত খুঁজতে হবে হকি ইন্ডিয়াকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়