শিরোনাম
◈ পিটার হাসের কৌশলগত ভূমিকা, এলএনজি নিয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ, যা বললেন রুমিন ফারহানা ◈ সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, শর্ত সাপেক্ষে মিলবে ৫০% পর্যন্ত ◈ মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত ◈ হোটেলে গোপন সুড়ঙ্গ, ১৪ তরুণ-তরুণী ধরা ◈ আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ◈ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ◈ পরিবর্তন আনা হয়েছে যে ৪৬ আসনের সীমানায় ◈ টেলিকম খাতে চার ধরনের লাইসেন্সে নতুন নীতিমালা অনুমোদন, সুলভে মানসম্মত সেবা নিশ্চিতের প্রত্যাশা ◈ ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক: ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৭ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় অবৈধ মাটি উত্তোলনে সাড়াশি অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ মাটি উত্তোলন বিরোধী সাড়াশি অভিযানে একটি ড্রেজার মেশিন, তিন হাজার ফুট পাইপ ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সদর ইউনিয়নের ধান্যদৌল কাজী মার্কেট এলাকা ও ধান্যদৌল বিলে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। অভিযানে আনসার ও স্থানীয় গ্রাম পুলিশ সহযোগিতা করে।

প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলন চলছে। অভিযানের খবর পেয়ে ড্রেজারের মালিক আবদুল কাদির পালিয়ে গেলেও তার দুই কর্মচারীকে আটক করা হয়। তারা ভবিষ্যতে এ ধরনের কাজে জড়াবেন না বলে মুচলেকা দেন।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, সুনামগঞ্জের আবদুল কাদির দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজার বসিয়ে শত শত কৃষি জমি নষ্ট করেছেন। প্রভাব বিস্তার করে জমির মালিকদের মাটি বিক্রিতে বাধ্য করতেন তিনি। স্থানীয়দের কাছে তিনি “ড্রেজার কাদির” নামে পরিচিত।

অভিযান চলার পর কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা কাদিরের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, “অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি নষ্ট করার সুযোগ দেওয়া হবে না। নিয়মিত অভিযান চলবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান জানান, “কৃষি জমি রক্ষায় প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে আছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়