শিরোনাম
◈ পিটার হাসের কৌশলগত ভূমিকা, এলএনজি নিয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ, যা বললেন রুমিন ফারহানা ◈ সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, শর্ত সাপেক্ষে মিলবে ৫০% পর্যন্ত ◈ মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত ◈ হোটেলে গোপন সুড়ঙ্গ, ১৪ তরুণ-তরুণী ধরা ◈ আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ◈ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ◈ পরিবর্তন আনা হয়েছে যে ৪৬ আসনের সীমানায় ◈ টেলিকম খাতে চার ধরনের লাইসেন্সে নতুন নীতিমালা অনুমোদন, সুলভে মানসম্মত সেবা নিশ্চিতের প্রত্যাশা ◈ ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক: ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০২ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ওই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়াসহ লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার অভিযোগে নালিতাবাড়ী শহরের আড়াইআনি বাজারের আল-আমিন এন্টারপ্রাইজকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৯ ও ৩২(৩) ধারার অপরাধে একই আইনের ৪৬ ও ৪৮ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে গুণগত মান পরীক্ষার জন্য পেট্রোল, অকটেন ও ডিজেলের স্যাম্পল বিএসটিআই ল্যাবে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া জেলখানা রোডের জিহাদ ফুড প্রোডাক্টসকে লাইসেন্স না থাকায় বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়

অভিযানকালে অন্যান্যের মধ্যে বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) আবিদ হাসনাত, ফিল্ড অফিসার (সিএম) শাওন কুমার ধর আবীরসহ নালিতাবাড়ী থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, প্রশাসনের এ ধরনের কার্যক্রম বাজারে সঠিক ওজন-পরিমাপ নিশ্চিতকরণ এবং ভোক্তার অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়