তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ওই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়াসহ লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার অভিযোগে নালিতাবাড়ী শহরের আড়াইআনি বাজারের আল-আমিন এন্টারপ্রাইজকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৯ ও ৩২(৩) ধারার অপরাধে একই আইনের ৪৬ ও ৪৮ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে গুণগত মান পরীক্ষার জন্য পেট্রোল, অকটেন ও ডিজেলের স্যাম্পল বিএসটিআই ল্যাবে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া জেলখানা রোডের জিহাদ ফুড প্রোডাক্টসকে লাইসেন্স না থাকায় বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়
অভিযানকালে অন্যান্যের মধ্যে বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) আবিদ হাসনাত, ফিল্ড অফিসার (সিএম) শাওন কুমার ধর আবীরসহ নালিতাবাড়ী থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, প্রশাসনের এ ধরনের কার্যক্রম বাজারে সঠিক ওজন-পরিমাপ নিশ্চিতকরণ এবং ভোক্তার অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।