শিরোনাম
◈ পিটার হাসের কৌশলগত ভূমিকা, এলএনজি নিয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ, যা বললেন রুমিন ফারহানা ◈ সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, শর্ত সাপেক্ষে মিলবে ৫০% পর্যন্ত ◈ মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত ◈ হোটেলে গোপন সুড়ঙ্গ, ১৪ তরুণ-তরুণী ধরা ◈ আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ◈ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ◈ পরিবর্তন আনা হয়েছে যে ৪৬ আসনের সীমানায় ◈ টেলিকম খাতে চার ধরনের লাইসেন্সে নতুন নীতিমালা অনুমোদন, সুলভে মানসম্মত সেবা নিশ্চিতের প্রত্যাশা ◈ ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক: ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৫ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবি সভাপতি হলে সাকিব খেলতে পারবেন কি না জানালেন তামিম

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। জাতীয় দলের হয়ে টাইগার এই অলরাউন্ডার সবশেষ গেল বছরের আগস্টে খেলেছিলেন ভারতের বিপক্ষে। এরপর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তার আর দেশে ফেরা হয়নি। এরপর থেকে লাল-সবুজের জার্সিতেও দেখা যায়নি সাকিবকে।

অন্যদিকে তামিম ইকবাল বিসিবির সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন। একটি বৃহৎ রাজনৈতিক দল তাকে সমর্থন দিচ্ছে। অনেকের প্রশ্ন- তামিম যদি বিসিবি সভাপতি হন, তাহলে সাকিব কি জাতীয় দলে খেলতে পারবেন?

দেশে ফিরতে না পারায় এক বছর ধরে জাতীয় দলে সুযোগ হচ্ছে না ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা সাকিবের। কেউ কেউ মনে করছেন, তামিম বোর্ড সভাপতি হলেও পরিস্থিতির তেমন উন্নতি হবে না। বিষয়টি নিয়ে সাম্প্রতিক এক পডকাস্টে তামিম বলেছেন, ‘সে একজন একটিভ ক্রিকেটার। সে বাংলাদেশের ক্রিকেটার। এখন সে যদি ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকেরা যদি তাকে দলে রাখার যোগ্য মনে করেন, অবশ্যই সে যোগ্য… তাহলে সে জাতীয় দলের জন্য আবারও নির্বাচিত হবে।’

সাকিব ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের এমপি। তার বিরুদ্ধে দেশে বেশ কয়েকটি মামলা হয়েছে, যার মধ্যে হত্যা মামলাও আছে। দেশের এই পরিস্থিতির বিষয়ে তামিম প্রকাশ করেন অসহায়ত্ব, ‘আর দেশের পরিস্থিতি তো আমি নিয়ন্ত্রণ করতে পারব না। তার বিরুদ্ধে মামলা আছে, সে যদি সেগুলোর মুখোমুখি হতে পারে এবং জাতীয় দলের অনুশীলন করতে পারে, নিঃসন্দেহে তার জন্য দরজা খোলা থাকবে। সে আমেরিকান ক্রিকেটার নয়, পর্তুগিজ ক্রিকেটার নয়, সে বাংলাদেশের।’

তামিমের কথায় পরিস্কার- জাতীয় দলে খেলতে হলে সাকিবকে দেশে ফিরতেই হবে, ‘কোর্টে মামলা চালানো, মামলা উঠিয়ে নেওয়া তো বিসিবির বিষয় না। সাকিবকে দেশের হয়ে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে, অনুশীলন করতে হবে। এটাই হলো সত্যি কথা। আমি কোনো কিছু লুকাচ্ছি না। এটা সাকিবেরও দেশ, ক্যারিয়ারটাও তার, সুতরাং এসব সে করবে কিনা সেটা তার সিদ্ধান্ত। এটা আমি বলে দিতে পারি না।’ উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়