শিরোনাম
◈ ব্যান্ডেজে লেখা ‘হাড় নেই, মাথায় চাপ দিবেন না’, মামুনের মাথার খুলি ফ্রিজে ◈ নেপালে বন্ধ হচ্ছে ফেসবুক, ইউটিউব, এক্সসহ ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সরকারের কড়াকড়ি ◈ ৩০০ সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ ◈ শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা রয়ে গেছে: রিজভী ◈ রাশিয়া-ন্যাটো উত্তেজনায় আশঙ্কা: ২০২৬ সালের মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিতে ফ্রান্সের হাসপাতালগুলোকে নির্দেশ ◈ এজলাসে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর ◈ তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নিজের, সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাপে নিম্নবিত্ত, অসহায় মধ্যবিত্ত ◈ নাটোর থেকে অপহৃত বিকাশ কর্মীকে টাঙ্গাইল থেকে উদ্ধার, জড়িত ভুয়া পুলিশ আটক ◈ ডিমের ডজন ১৫০ টাকা ছাড়ালেই আমদানির অনুমতি দেবে সরকার

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৬ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৩ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নিজের, সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা নিয়ে কোনো সহায়তার প্রয়োজন হলে সেটা সরকার করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন।

মো. তৌহিদ হোসেন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আসার সিদ্ধান্ত তার ব্যক্তিগত। স্বপ্রণোদিত হয়ে এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেবে না। দেশে ফিরতে তারেক রহমানের কোনো সহায়তার প্রয়োজন হলে সেটা অবশ্যই মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হবে।।’

তিনি বলেন, ‘তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কি না সেটি আমার জানা নেই। তিনি যখন আসবেন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই প্রয়োজন আমরা দিতে পারবো।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য সর্বশেষ চিঠি দেয়ার পর ভারতের সঙ্গে আর যোগাযোগ হয়েছে কি না এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

এর উত্তরে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে এক দফা চিঠি দেয়া হয়েছে। নতুন করে আর কোনো উদ্যোগ নেয়া হয়নি। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দুই দেশকেই এগিয়ে আসতে হবে।’

বাংলাদেশে অভিবাসী প্রত্যাশীদের খরচ বেশি হওয়ায় মানুষ ঝুঁকি নিয়ে বিদেশ যায় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

তবে নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়