স্পোর্টস ডেস্ক : হতাশার কথাই, ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারলো পাকিস্তান। যেখানে ব্যাট হাতে ব্যর্থ দলের দুই অন্যতম ভরসা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দুজনের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলি। -- ডেইলি ক্রিকেট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে পাকিস্তান। জেতা ম্যাচে বাবরের ব্যাটে ৬৪ বলে ৪৭ রান, রিজওয়ানের ৬৯ বলে ৫৩।
তবে বাকি দুই ম্যাচে বেশ হতাশই করেছেন। বাবর একটায় 'ডাক' মেরেছেন, অন্যটায় ২৩ বলে ৯ রান। রিজওয়ান এক ম্যাচে ৩৮ বলে করেন ১৬ রান, বাকি ম্যাচে ফেরেন প্রথম বলে আউট হয়ে।
দুই তারকার সমালোচনা করে ইউটিউব চ্যানেলে বাসিত আলি বলেন, 'ক্যারিয়ারের শুরুতে যা পারফর্ম করেছে, এখনও সেসব বেঁচেই খাচ্ছে ওরা। এখন ওদের দিয়ে স্রেফ বিজ্ঞাপন করানো হোক।'
ব্যাটিং কোচের কথা শুনলেও আমলে নেন না বাবর-রিজওয়ান এমন অভিযোগ সাবেক পাকিস্তানি ব্যাটার বাসিতের।
তিনি যেমনটা বলছিলেন, 'ওরা কোচদের কথা শোনে না। ব্যাটিং যখন যা বলে, ওরা স্রেফ শোনার ভান করে। ইনজামাম, ইউসুফ বা ইউনিস খানের মতো কাউকে দরকার ওদের, যে ওদেরকে জাগিয়ে তুলবে। তবে ওরা দুজন জানে, এসব কেউ করবে না, কারণ কাউকেই আগে এসব করতে দেয়নি ওরা।
এশিয়া কাপ কড়া নাড়ছে দুয়ারে। দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনার কমতি নেই। তবেJ বাসিত প্রার্থনা করেন এই দুই দলের ম্যাচ যেন বাতিল হয়। আর তা তে লজ্জার হাত থেকে বাঁচতে পারবে পাকিস্তান।
তার ভাষায়, 'আমি প্রার্থনা করি যে, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ভারত না খেলে, যেভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে (সাবেকদের আসর) তারা খেলেনি। খেললে ওরা এমনভাবে আমাদের পেটাবে, আপনাদের ধারণার বাইরে তা।