শিরোনাম
◈ ইউরোপের সঙ্গে বাণিজ্যে নতুন সাগরপথে পরীক্ষা শুরু করছে চীন ◈ প্রশাসনে তিন শক্তির টানাপোড়েনের মধ্যেই হবে নির্বাচন: ড. ইফতেখারুজ্জামান ◈ সৌদি–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি ঘিরে উদ্বেগে ভারত, দক্ষিণ এশিয়ায় বাড়ছে নতুন উত্তেজনা ◈ বাংলাদেশ ভ্রমণে যে কারণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা! ◈ ত্রয়োদশ নির্বাচন সামনে: ঢাকায় নতুন মুখসহ সম্ভাব্য প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিল বিএনপি ◈ বাংলাদেশি মডেল শান্তা পালের বিরুদ্ধে কলকাতা পুলিশের অভিযোগপত্র আদালতে জমা ◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ ◈ শনিবার সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে ◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৮ বিকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে কুমার নদে স্পিডবোডে চড়ে অস্ত্রের মহড়া, গ্রেপ্তার ১ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে স্পিডবোডে চড়ে  প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় যৌথবাহিনীর অভিযানে সাইমন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসমি সাইমন উপজেলার গোয়ালডাঙ্গি গ্রামের বেলাল শরীফের ছেলে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গা থানায় গ্রেপ্তার যুবক সাইমনকে হস্তান্তর করা হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীররাতে অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ভাঙ্গার কুমার নদে কিশোর-যুবকরা স্পিডবোডে রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় অভিযান পরিচালনা করেন যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে একটি বড় রামদা, একটি বড় ছুরি ও ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত এক রোল ফয়েল কাগজ উদ্ধার করা হয়। পরে সাইমন শরীফকে ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, যৌথবাহিনী অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেই রামদা প্রদর্শন করেছিল তা জব্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের আটকে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

প্রসঙ্গত, বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে ট্রলারে সাউন্ড বক্সে গানের তালে তালে নানা অঙ্গ ভঙ্গিতে মেতে ওঠে কিশোররা। এছাড়াও স্পিডবোডে চড়ে অস্ত্রের মহড়া দেয় তারা। তাৎক্ষণিক পুলিশ তাদের আটকের চেষ্টা করলে নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়