শিরোনাম
◈ মোহাম্মদপুর জোনের এসিসহ ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ◈ নিক্সনের উসকানিমূলক বক্তব্যে ভাঙ্গায় আইন-শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে : পুলিশ ◈ ইউরোপের সঙ্গে বাণিজ্যে নতুন সাগরপথে পরীক্ষা শুরু করছে চীন ◈ প্রশাসনে তিন শক্তির টানাপোড়েনের মধ্যেই হবে নির্বাচন: ড. ইফতেখারুজ্জামান ◈ সৌদি–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি ঘিরে উদ্বেগে ভারত, দক্ষিণ এশিয়ায় বাড়ছে নতুন উত্তেজনা ◈ বাংলাদেশ ভ্রমণে যে কারণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা! ◈ ত্রয়োদশ নির্বাচন সামনে: ঢাকায় নতুন মুখসহ সম্ভাব্য প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিল বিএনপি ◈ বাংলাদেশি মডেল শান্তা পালের বিরুদ্ধে কলকাতা পুলিশের অভিযোগপত্র আদালতে জমা ◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩২ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকাশে প্রবল ঝাঁকুনিতে আহত বিমানের কেবিন ক্রু মিথিলা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গুরুতর আহত হয়েছেন এক কেবিন ক্রু। শুক্রবার আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিজি-০১২৮ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

সূত্রমতে, মাঝ আকাশে আকস্মিক টার্বুলেন্সের (আবহাওয়াজনিত কারণে প্রবল ঝাকুঁনি) কারণে শাবামা আজমী মিথিলা নামের ওই কেবিন ক্রু বিমানের ভেতরে ছিটকে পড়েন। বিমানটি প্রায় ১৫,০০০ ফুট উচ্চতায় অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। সেই সময়ে মিথিলা তার রুটিন দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ প্রবল টার্বুলেন্স শুরু হয়, যা প্রায় ছয় সেকেন্ড স্থায়ী হয়। সিটবেল্ট সতর্কীকরণ সংকেত তখনো চালু হয়নি। প্রচণ্ড ধাক্কায় মিথিলা ভারসাম্য হারিয়ে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে হাত ভেঙে যায়। আহত অবস্থায়ও তিনি অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেছিলেন।

বিমানকর্মীদের অভিযোগ, দুর্ঘটনার পর বিমানবন্দর মেডিকেল সেন্টার থেকে কোনো চিকিৎসক ঘটনাস্থলে উপস্থিত হননি এবং জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সও সরবরাহ করা হয়নি। তখন এক সহকর্মীর সহায়তায় মিথিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে মিথিলাকে দ্রুত রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের এক্স-রে পরীক্ষায় দেখা গেছে, তার বাম হাতের কনুইয়ের উপরের অংশের হাড় ভেঙে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত কেবিন ক্রুর স্বাস্থ্যঝুঁকি ও অঙ্গহানির সম্ভাবনা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, বিমানবন্দর থেকে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়