শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১১:৪৬ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ০৩:২৫ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ

এল আর বাদল : যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘শুল্ক চুক্তির অংশ হিসাবে’ মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কেনার কার্যাদেশ দিয়েছে বাংলাদেশ৷  বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএফপিকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা৷ 

মাহবুবুর রহমান নামের ওই কর্মকর্তার সংবাদ সংস্থাটিকে বলেন, ‘‘প্রতিশ্রুতি অনুসারে ২৫টি ওয়াইড বডি বিমান অর্ডার করেছি৷ আশা করছি প্রথমটি ২০২৯ সালের মধ্যেই পাওয়া যাবে৷’’ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির অংশহিসেবে উড়োজাহাজগুলো কেনা হচ্ছে বলে জানান তিনি৷ ---- ড‌য়ে‌চে‌ভে‌লে 

আগস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘোষিত অতিরিক্ত শুল্ক কমানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করে বাংলাদেশ৷ তাতেই প্রস্তাব দেওয়া হয় বোয়িং বিমান কেনার৷ ওয়াশিংটনকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ীগম, তুলা ও তেল আমদানি বাড়ানোরও উদ্যোগ নিয়েছেদ ঢাকা৷ 

এদিকে বোয়িংয়ের ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাস ১০টি এ-৩৫০ ও চারটি এ-৩২০ নিও মডেলের উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিয়ে রেখেছে৷ মাহবুবুর রহমান জানান, তাদের প্রস্তাবও বিবেচনা করে দেখছে সরকার৷ “আমাদের কাছে এয়ারবাসের প্রস্তাবও আছে, এবং বর্তমানে এটির মূল্যায়ন চলছে,” বলেন  তিনি৷

বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশের বহরে এখন ১৯টি উড়োজাহাজ রয়েছে৷ এরমধ্যে ১৪টি বোয়িংয়ের৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়