পাঁচ ব্যাংক একীভূতকরণের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকা সাধারণ বিনিয়োগকারী বা শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে আপাতত কোনো সুযোগ নেই জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করতে পারে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্স অনুযায়ী কোনো বিনিয়োগকে বিলুপ্ত করা হলে শেয়ারধারকগণ যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হতেন, তার চেয়ে অধিক ক্ষতির সম্মুখীন হলে তাকে বাড়তি ক্ষতির সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে।
এ বিধান অনুযায়ী রেজল্যুশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পেশাদার মূল্যায়নকারী মাধ্যমে সম্পাদিত মূল্যায়নের ভিত্তিতে শেয়ারহোল্ডাররা কোনো ক্ষতিপূরণ প্রাপ্য হলে তা পরিশোধ করা হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার সঙ্গে সংগতি রেখে আইএমএফ, বিশ্বব্যাংক ও এফসিডিও-এর কারিগরি সহায়তা ও মতামতসমূহ বিবেচনায় নিয়ে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ করা হয়েছে। এ অধ্যাদেশে রেজল্যুশনে আওতাধীন ব্যাংকসমূহে আমানতকারী, শেয়ারহোল্ডারসহ বিবিধ পাওনাদারের অধিকারের বিষয়টি সুনির্দিষ্ট করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পাঁচ ব্যাংক একীভূত করার ঘোষণা দিয়ে শেয়ারহোল্ডারদের শেয়ারের মূল্য জিরো হওয়ার তথ্য তুলে ধরেন।
এরপর থেকে সাধারণ শেয়ারহোল্ডাররা বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের বিরোধিতা করে গভর্নরের পদত্যাগ দাবি করেন এবং তারা বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেন।
এর পরই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।