ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, ভূমি প্রশাসন ব্যবস্থার আধুনিকায়নের অন্যতম প্রধান পদক্ষেপ হলো অটোমেটেড ভূমিসেবা। এ ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা এখন সহজে, দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন ভূমিসংক্রান্ত সেবা পাচ্ছেন। নাগরিকরা এখন ঘরে বসে অনলাইনে ভূমিসেবা গ্রহণ করতে পারছেন
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কম্পিউটার ল্যাবে ‘মনোনীত অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে রংপুর বিভাগের চারটি জেলা এবং খুলনা বিভাগের একটি জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণের ‘টিওটি (রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও কুষ্টিয়া) প্রশিক্ষণে’ সিনিয়র সচিব এসব কথা বলেন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) থেকে কম্পিউটার অপারেটর পদমর্যাদার ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
এ প্রশিক্ষণের আয়োজন করে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।
সিনিয়র সচিব বলেন, ভূমি একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান উপাদান। ভূমির যথাযথ ব্যবস্থাপনা এবং নাগরিকদের সহজলভ্য ভূমিসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। জনগণ যেন দ্রুত, স্বচ্ছ ও নির্ভুল ভূমিসেবা পেতে পারে এর জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি প্রশাসন, দক্ষ জনবল এবং জনবান্ধব নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
সব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের সহজে ভূমিসেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে ভূমিসেবা প্রায় সম্পূর্ণরূপে ডিজিটাল রূপ নিয়েছে। নাগরিকরা এখন ঘরে বসে অনলাইনে ভূমিসেবা গ্রহণ করতে পারছেন।
এএসএম সালেহ আহমেদ বলেন, ‘ভূমি সেবা এখন নাগরিকের দোরগোড়ায়’ এ অঙ্গীকার বাস্তবায়নে সরকারের ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে।
এ ছাড়া নাগরিক ভূমিসেবা কেন্দ্র থেকে সেবা দেওয়া অব্যাহত রয়েছে। প্রতিটি জেলার জেলা প্রশাসকের কার্যালয়সহ এবং প্রয়োজনের ভিত্তিতে নাগরিক ভূমিসেবা কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে এবং হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।
সূত্র: কালের কণ্ঠ