শিরোনাম
◈ ভাইসা আসি নাই, কথা বলার সময় মুখ সামলায় বলবা : আনোয়ার হোসেন মঞ্জু (ভিডিও) ◈ ফোন হারিয়ে রেলস্টেশনে বিদেশির কান্না ভাইরাল, অভিযোগ পায়নি পুলিশ (ভিডিও) ◈ ফেব্রুয়ারির নির্বাচনে সম্মতি, তবে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে অটল জামায়াত ◈ রিজার্ভ এখন ৩০.২৫ বিলিয়ন ডলার ◈ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ বাংলাদেশের মেয়েরা যেভা‌বে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে  ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকা‌কে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জে চ‌্যা‌ম্পিয়ন বাংলা‌দেশের যুবারা ◈ তারেক রহমানের ঢাকায় বাড়ি নেই, তাই ভাড়া বাড়ি খুঁজছেন: আবদুস সালাম ◈ ভারত নির্ভরশীলতা থেকে বৈরিতা, চীন ও পাকিস্তানের সাথে নৈকট্য: অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অর্জন কতটা? ◈ ভারতীয় বো‌র্ডের চা‌পে ওয়ানডে থেকেও অবসর নিচ্ছেন রোহিত শর্ম ও বিরাট কোহলি

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫, ০৮:৩০ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্রাইভার-হেলপারকে খালে ফেলে রডবোঝাই ট্রাক ডাকাতি, নোয়াখালীতে আটক ২

নোয়াখালী প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতের অন্ধকারে ড্রাইভার ও হেলপারকে মারধর করে খালে ফেলে রডবোঝাই একটি ট্রাক ডাকাতি করার সময় নোয়াখালীতে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ট্রাক ও রড উদ্ধার করা হয়।

শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে জেলার কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মধ্য সুন্দলপুর গ্রামের মফিজুর রহমান আনন্দ মাস্টারের ছেলে সোলেমান সুজন (৩৫) এবং কবিরহাট পৌরসভার উত্তর ঘোষবাগ গ্রামের ওমর আলীর ছেলে আবু ছায়েদ (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে কবিরহাট বাজার ও ভূঁইয়ারহাট বাজারের মাঝামাঝি স্থানে দুই ব্যক্তি পুলিশের টহল গাড়ি থামানোর জন্য ইশারা দেন। তারা নিজেদেরকে ট্রাকের ড্রাইভার ও হেলপার পরিচয় দিয়ে জানান, কুমিল্লা থেকে নোয়াখালীর পথে আসার সময় একদল ডাকাত ট্রাকে উঠে অস্ত্রের মুখে মারধর করে এবং রডবোঝাই ট্রাকটি কবিরহাট এলাকায় নিয়ে আসে। ডাকাতরা তাদের মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে রাস্তার পাশের খালে ফেলে দেয়।

পরে তাদের দেওয়া তথ্যে পুলিশ ট্রাকের মালিকের সঙ্গে যোগাযোগ করে এবং মালিক ট্রাকের ট্র্যাকার চেক করে জানান, গাড়িটি কবিরহাট থেকে মাইজদীর দিকে যাচ্ছে। তৎক্ষণাৎ পুলিশ অভিযান চালিয়ে সুন্দরপুরের ৫নং ওয়ার্ডে রড আনলোডের শব্দ শুনে সেখানে গিয়ে হাতেনাতে দুই ডাকাতকে ট্রাক ও রডসহ আটক করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “ড্রাইভার ও মালিকের তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই। রড আনলোডের সময় ট্রাকসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়