শিরোনাম
◈ দুর্বৃত্তের হামলায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ঢাবি শিক্ষার্থী নিহত ◈ যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না জানিয়ে বিজ্ঞপ্তি ◈ ব্যাটারি চালিত রিকশা বন্ধে কড়া বার্তা: তিন রিকশা ভাঙচুর, চালকদের ক্ষতিপূরণ ও বিকল্প আয়ের আশ্বাস ◈ যে কারণে বাংলাদেশে বিমানবন্দরে আটকানো হয়েছিলো কলকাতার অভিনেতা শাশ্বতকে! (ভিডিও) ◈ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার : প্রেস সচিব ◈ আ. লীগের নিবন্ধন বাতিলের পর সম্পদ বাজেয়াপ্তের দাবি উঠেছে, নেতারা এখন কি করবে?  ◈ প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক, পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ ◈ ভারত আবার বাড়াবা‌ড়ি কর‌লে আমরা চুপ থাকবো না: শহীদ আফ্রিদি ◈ ভারত শাসিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩ ◈ মাতৃভূমি অথবা মৃত্যু! দেশের এক ইঞ্চি মাটি ও ছেড়ে দেবো না: বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০৫ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারী কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে  আহত ৭

শাহাজাদা এমরান, কুমিল্লা : কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারী কলেজ শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নার্সিং ও মিডওয়াইফারী কলেজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় ৭ জন আহত হয়। কলেজের শিক্ষকদের দুই গ্রুপের কারণে শিক্ষার্থীরা দ্বিধাবিভক্ত হয়ে এ সংঘর্ষে জড়িয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানা যায়, ইনস্ট্রাক্টর ইনচার্জ আকবরী খানম কিছু সংখ্যক শিক্ষার্থীদেরকে সব সময় হাত করে রাখে, যাতে তার অনিয়ম ও দুর্নীতি নিয়ে কেউ কথা বলতে না পারে।
শিক্ষার্থীদের অভ্যন্তরীণ কোন বিষয় নিয়ে ঝামেলা হলেও তিনি অসহযোগিতা করেন। ফলে কলেজে এ ধরনের সমস্যা পরিক্রমায় বেড়ে চলছে। 

এসকল দূর্নীতির বিষয়ে শিক্ষার্থীদের একাংশ কলেজে প্রতিবাদ করতে গেলে শিক্ষার্থীদের অপর অংশের সাথে কলেজের সামনে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সাথে হামলার ঘটনা ঘটে। এতে সাত জন শিক্ষার্থী আহত হয়। আহতরা হলেন, ৩য় বর্ষের শিক্ষার্থী ইসরাফিল আহমেদ, শাকিল আহমেদ, ফারুক, ২য় বর্ষের সাব্বির, জয়, পিন্টুসহ আরও অনেকে। এ সময় ঘটনাস্থলে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়