আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে ১শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। গত সোমবার (১২ মে) সন্ধ্যায় বগুড়া- নওগাঁ মহাসড়কের সান্তাহার মাছের আড়ৎ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার স্টেশনপাড়া বাসুদেবপুর এলএসডি গোডাউন এলাকার মামুনুর রশিদের স্ত্রী রিতা বেগম (৩৩) ও একই উপজেলার হিলি ফকিরপাড়ার অনিক
মাহমুদের স্ত্রী বিথী আক্তার (৩০)।
পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার মাছের আড়ৎ এলাকার জনৈক হাতিমের চায়ের দোকানের সামনে মাদকদ্রব্য বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুই নারী মাদক কারবারি রিতা বেগম ও বিথী আক্তারকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জএসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজুর করে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।